~~****আয়োজন***~~
রূপা রায়
দেশ ভাসছে বানের জলে
চোখ ভাসছে জলে
দামী সোনার গহনা দেখো
ঝুলছে মায়ের গলে,
থরে থরে সাজছে থালা
মায়ের ভোগ বলে!
ছেলের মুখ ক্ষুধায় কাতর
কাশ বনে ঢেউ তোলে।
চোখ ভাসছে জলে
দামী সোনার গহনা দেখো
ঝুলছে মায়ের গলে,
থরে থরে সাজছে থালা
মায়ের ভোগ বলে!
ছেলের মুখ ক্ষুধায় কাতর
কাশ বনে ঢেউ তোলে।
জলের তোড়ে ভেসে গেছে ভুবনের ঘর, বুক দিয়ে তবু
আগলে রাখে ঢাক খানি সে তার,
সন্ধ্যা রাতে হারিয়ে গেলো পুত্র পরিবার।
ত্রাণ এসেছে প্রাণ বেঁচেছে
মনে আগুন জ্বলে,
পেটের জ্বালায় ছুটছে সে আজ
প্রাণ বাঁচাবে বলে।
সন্ধ্যা রাতে হারিয়ে গেলো পুত্র পরিবার।
ত্রাণ এসেছে প্রাণ বেঁচেছে
মনে আগুন জ্বলে,
পেটের জ্বালায় ছুটছে সে আজ
প্রাণ বাঁচাবে বলে।
নগ্ন পায়ে শিশির ছুঁয়ে
ভোরের ট্রেন ধরে,
পৌঁছে যাবে শহরে সে
ঢাক কে সঙ্গী করে।
ষষ্ঠীতে যে মায়ের বোধন
মা আসছেন ঘরে-
হারিয়ে গেলেও প্রিয়মুখ
হাসবে সবাই ওরে।
ভোরের ট্রেন ধরে,
পৌঁছে যাবে শহরে সে
ঢাক কে সঙ্গী করে।
ষষ্ঠীতে যে মায়ের বোধন
মা আসছেন ঘরে-
হারিয়ে গেলেও প্রিয়মুখ
হাসবে সবাই ওরে।
মনের মাঝে গোপন ব্যথা
ঢাক কাঠিতে পড়ে,
পাষাণ হৃদয় হাসি মুখে
ঢাক বাজবে জোরে।
পুজো এলো পুজো এল
কর রে আয়োজন,
পরের শোকে কাতর হওয়ার
নেই তো প্রয়োজন।।
ঢাক কাঠিতে পড়ে,
পাষাণ হৃদয় হাসি মুখে
ঢাক বাজবে জোরে।
পুজো এলো পুজো এল
কর রে আয়োজন,
পরের শোকে কাতর হওয়ার
নেই তো প্রয়োজন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন