উত্তম, মধ্যম বৃদ্ধ দর্পণের তুল্য
জ্ঞানান্বিত অনুভবে পৃথিবীর মাঝি,
মিথ্যা ছাড়া জ্যেষ্ঠ বৃদ্ধ জ্ঞানপূর্ণ সাজি
অধম পারেনা দিতে প্রাপণীয় মূল্য।
বৃদ্ধগনের সম্মুখে বিম্ব হতে যাই
অস্বচ্ছ স্বীয় দর্পণে দেখায় অস্পষ্ট,
বুদ্ধি সকল সংগ্রহে হয় শত কষ্ট
জীবন চলার পথে অসাফল্য পাই।
উত্তম বৃদ্ধ সেদিন বলেছিল সত্য
অধম আমি কেবল করে গেছি হেলা।
মিথ্যা জ্ঞানে শুধু আজ অশান্তির চিত্ত
সমাজে পাগল নামে হয়ে আছি কথ্য।
মরু দেশে বয়ে যায় যৌবনের ভেলা
মাঝে মাঝে লু বাতাস প্রাণ নিতে মত্ত।