দাঁড়িয়ে রয়েছো ছবি হয়ে
আমি দেখেই চলেছি অনিমেষ
মনে হচ্ছে কোনো পরি যেন
আজ ধরেছে মানুষের বেশ ।
কেশ তোমার ময়ূর পঙ্খ
হাসিতে মুক্তোর ধারা
মুখের সৌন্দর্য্যতা হার মানিয়েছে
সহস্র নক্ষত্র তাঁরা ।
বস্ত্রে যেন তুমি রাজ কুমারী
বদন অপ্সরার ন্যায়
হাসিতে মন কেড়েই নিয়েছো
চক্ষুও অনেক কিছু কয় ।
কেশ তোমার যেন ময়ূর পঙ্খ
চাহনি তোমার মধুরান্ত
বিধাতা কি আমায় সুযোগ দেবে
হতে 'কালিদাসিয়' শকুন্তলার দুষ্যন্ত?
জানি তোমার লক্ষ্মীয় চরণে
সৌভাগ্যবান হতে পারবো আমি
যেন এক হতদরিদ্র
খুজে পাবে সর্পিয় মণি ।