সময় তোমাকে দিতে পারে বিশ্ব
সময় তোমায় করতে পারে নিঃস্ব,
সময়ের খেলা কেহ জানে না
তাই হয়ে থাকো তুমি সময়ের শিষ্য ।
সময় তোমায় করতে পারে গরীব
সময় বানাতে পারে তোমায় ধনী,
সময় খেলে অতি রহস্যের খেলা
পেতেও পারো তুমি সর্পিয় মণি ।
সময় তোমায় অনেক শিক্ষা দেবে
জানাবে খারাপ মন্দ কিংবা ভালো ,
দুঃখের দিনে তুমি সবাইকে চিনবে
কে কতটা সাদা কিংবা কতটা কালো।
সময়কে কেহ অবহেলা করো না
সময় যে হয় সবারই অতি দামি,
সময়কে তুমি কাজে লাগাতে পারলে
তবেই তো হতে পারবে, মানুষ এক নামি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন