নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

জয়দীপ রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জয়দীপ রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জয়দীপ রায় এর গুচ্ছ কবিতা




সোশ্যালিস্ট মহালয়া 

অব্যক্ত রেডিও গুলো
আজকাল বাজেনা সকাল হলে 
লেট নাইটে অনেক কষ্টে ঘুমিয়েছে 
বোবা ফোনটা, 
কাল নাকি মহালয়া 
অসুর বধের অনেক কিসসা ছিল নাকি
 শুনেছিলাম কোন গল্পে 
মিথ্যে হোক বা সত্যি
তবুও হোক স্ট্যাটাস 
হ্যাজ ট্যাগ মহালয়া
ফিলিং পুজো পাঞ্জাবি কুর্তা
মজাটাই আলাদা।
                            




অন্য উমা 


শিউলির বুকে
আঁকা প্রতিচ্ছবি
কাঁচা হাতে কেউ লিখেছে দুগগা
কেউ বা দশভূজা
শিল্পীর আঁকা আদল ছুঁয়ে
মা আসছেন কৈলাস হতে মণ্ডপে
হাজারো বাতি হাজারো হাতে
পিক্সেলের কৈলাসী ছেপেছে কভারে
বিনোদনে তো নেই উমা
চোখ রেখো অন্ধকার ঝুপড়িতে
মহল্লার কোঠাগুলোয়
খুঁজে পাবে ত্রিনয়নীকে
অন্যরুপে অসহায়
কালশিটে ঠোঁট ভিজে কান্নায়
চাবুক হাতে অঞ্জলি দেয়
পঞ্চভূত মহিষেরা।
                              

জয়দীপ রায়




ফেরার তরী 
***********




কান্নাহীন সমুদ্র পাড়ে
ওপার হতে ফিরেছে আবার তরী
মেঘে ঢাকা অভিমানী চাদর
ঘামে ভেজা পুরোনো পারফিউমের গন্ধ
লেগে আছে কাল রাতের মাথার বালিশে
এপিঠ  ওপিঠ কত কথা
ভিড়ে ঠাসা প্যান্ডেলের যাত্রী শুন্য প্ল্যাটফর্মে
কারা যেন মিলিয়ে যায় হাত বুলিয়ে
ডাকার সাধ্যি আছে তোর না আমার
ওই সিদুর মাখা ভিড়ে ফের হয়ত আসবে
নাম না জানা গলি গুলো গুগল ট্র‍্যাকে
ধরা দেবে সন্ধ্যে গুলোও 
কাধে হাত রাখা পুজোর পঞ্জিকায়
হাত গোটানো পাঞ্জাবির বেশে
তোকে বেশ লাজুক লাগে 
গলির ভিতর দাড়াতে দেখে
বেরোই চল ঘুরে আসি
দুরের হই হুল্লোড় না হোক ফুচকার স্টলে
আসিস আবার মিস্টি মুখে
দেরিতে যাস ফেরার তরী। 
                                               

জয়দীপ রায়



শেষের কামরা
**************



স্পটলাইট বুকে হেঁটে চলা
বিকেলের সস্তার পাবলিসিটি
ছেড়া কামিজে শরীরে দেখিয়ে
পয়সা গোনে নোয়াটা
কালশিটে দাগ সযত্নে লুকিয়ে
আবারো সাজতে হবে
হাপিয়ে ওঠা বুকের মাঝের
নির্লিপ্ত ঘাম গুলো
আরেকটা দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যের পর
শর্ট রেডি ম্যাডাম
জানি আবারো আবারো গিয়ে দাড়াতে হবে
কুঝিক ঝিক বলে যাওয়া
চলে যাওয়া ট্রেনের শেষের কামরায়
                       

জয়দীপ রায়


মেঘপক্ষ 


ঘন কালো আবছায়া
লুকিয়ে আছে কার্নিশ ধেয়ে
এক প্রেয়সীর কায়া
কালো ওই দুরবীন রেখা
বর্ডার দিয়ে...
একটা পুরুষ এঁকেছি
ধ্রুবের বুকে
তীর ধনুক ওয়ালা
মানুষটার বদলে ওকে
খাড়া করব
পাশের সিংহাসনে
যোনি আঁকবে
প্রসবস্থলে জন্ম নেবে বিকেল
আরেকটা বৃষ্টি পক্ষে। 
                                 

জয়দীপ রায়

কল্প দুপুর 
*********



আমার এক চিলেকোঠা রদ্দুর
মসৃণ আম্রফলকে পোহাচ্ছিল
এক ঝিমানো দুপুরে
বড্ড লোভী ওই দুপুর পোড়া রোদ
দড়িতে টাঙানো আঁচলটা
ঘুম চোখের মারীচকে
ধরবে বলে পার হয়েছিল
সাবধানীর গণ্ডি
আর ফেরেনি
মার্কেন্ডীয় মতে ওটা এক কল্পনা
একটা দুপুর রোদের ।

জয়দীপ রায়





সংরাগী বসন্তের 
বৃষ্টি ফেরা আকাশ
মুক্তির মেঘ কাটিয়ে
পারলে করিস তোরা
মাদারি কেটে নেড়া পোড়া
মন পলাশী দাড়িয়ে পাড়ে
ওর নাকি আজ ঘরে ফেরা
রঙ ফেরা আজ বিধবা আকাশ
দিস যদি আজ আবির থালা
খোলা আকাশের বুকে
বাঁচে যদি কিছু রঙ
শিল্পী আঁকা তুলির টানে
একটু দিস
গালে মুখে চিবুকে লাগিয়ে
দেখ দূরে বাঁশির সুরে
বসন্ত বনানী ডাকছে তোদের
সংরাগী পার্বণে 

জয়দীপ রায়





বাংলা জানে  একুশে
*******************





    জানলা ছুঁয়ে কার্নিশ ভেদ করে আসা রোদ
     অ লেখা এক পাঞ্জাবীর উপর         
     পাশের বাড়ির ছেলেটা সদ্য স্কুলের জামা পেয়েছে
     কাকু নাক শিটকে  
     ইংরাজি সাহিত্য শেক্সপীয়র ভুলে তুই
     বাংলা শিখবি বেশ বেশ 
     “আম পাতা জোড়া জোড়া 
     বড় হয়ে বেশ চড়িস ঘোড়া” 
     খিল্লি ওড়ালেন এক পোশাকি 
      হুম নামে বাঙালি ই বটে।
     তার কিনা সকালে সুগার ফ্রি 
     দুপুরের মেনু ভাত কাঁচা লঙ্কা
     আর পোস্ত দিয়ে মাখি
  
   সুইট হার্ট ব্যাপী ভ্যলেন্টাইন মাখা 
   আঁতেল শব্দ গুলো  জ্বর গায়ে থার্মোমিটার মুখে 
   ঘুরে বেড়াচ্ছে আর চড়ছে পারদ 
   বাঙালির লোহিত শ্বেত দিনে দিনে কমতে থাকা 
          অণুচক্রিকায় 
   রবীন্দ্র সরোবর বঙ্কিম সরণি র বদলে
   তাদের আড্ডা জমে শেক্সপীয়র সরণির রোয়াকে
নাম না জানা ভোকাল সঙ
ভোকালিস্টদের তালু চেনে 
আমাগো ভাষা রসগুল্লায়
মেঘের কিনারা খোঁজে 
চটি পেতে ফুটবল 
গোল তুই শালা মোহন বাগান আমি ইস্টবেঙ্গল
এলাইচি মাখা রাস্তার ভাঁড় ছোট্ট চুমুক
 রেডিও বলছে একুশে ওই দিন কি দাদা
 আপনার বোঝার কম্ম নয় 
 খাটি বাঙালি রা সেটা জানে। 
 

জয়দীপ রায়






সিগার 





সিগার ধরানো  নেশাতুর ধোয়াটিন
পুড়ছে হার্টসেপ  ভ্যালেন্টাইন প্রতিদিন
ফিল্টারে কালো  ঠোঁট ব্লু টুথ দাঁত
চুমু খেতে সিটকায় অমাবস্যার বাত
মরিচার সংকেত   কিরীটীর বুক
কর্কটের পিছু হাঁটা  লাইফের হুক 

জয়দীপ রায়ের কবিতা







# ট্যাগের মুহূর্ত 
# ট্যাগ মুহূর্ত গুলো কানাঘুষো লারজ পিক্সেল ওয়ান সার্টার
অফবিট পিক্স সিনারিও (আপলোড)এবার ইনফোকাস
# ট্যাগ বৃষ্টিছায়াছবি, জল কাদার ফুটবল
আসবেনা ভালো...বাহানা যত, লেন্সে জমেছে ফাঙ্গাস
#ট্যাগের মুহূর্তগুলো,ভালোবাসা তোর আঙুলে জন্মাল
অপারেশন থিএতার...আরেকটা রঙ্গমঞ্চ
বেবি হয়েছে...!! কি কন্যাসন্তান?
স্যাটেয়ার...মুচকি হেসে...মেমোরি ওভারলোড!!
নো ক্লিক নো ফোকাস ...।।

এডিটিং- মরুচিত্র

        এডিটিং- মরুচিত্র
         জয়দীপ রায়
অগ্নি অনল নভঃ বেশে, মরুতে প্রলয় লাগল শেষে
কালাহারি স্যান্ড উথাল পাথাল, গ্রেট বেদুইনের দেশে
Where’s the mind- ক্ষান্ত কবি, বুঝল না সেটা বাঙাল
সায়ানাইট চাটতে পয়সা লাগে, মরনা ক্যানসেল (কাঙাল)
লাউড ওয়ার্নিং বাড়ে বাড়ে, গিলতে বসেছে টর্নেডো
টিভি তে বসে প্রতিবেশী , ভেরি টেস্টি কর্ণেটো...
বিদ্যুৎ বেগ- ড্রাগন দেশ... চোখের সামনে নেগেটিভে ছবি
আতঙ্কে ভরা ব্ল্যাক ফেস ...।।