নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

জয়দীপ রায়

কল্প দুপুর 
*********



আমার এক চিলেকোঠা রদ্দুর
মসৃণ আম্রফলকে পোহাচ্ছিল
এক ঝিমানো দুপুরে
বড্ড লোভী ওই দুপুর পোড়া রোদ
দড়িতে টাঙানো আঁচলটা
ঘুম চোখের মারীচকে
ধরবে বলে পার হয়েছিল
সাবধানীর গণ্ডি
আর ফেরেনি
মার্কেন্ডীয় মতে ওটা এক কল্পনা
একটা দুপুর রোদের ।

কোন মন্তব্য নেই: