নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তুমিময় অতীত পাঠ : শাহীন রায়হান


জলের মতো স্বচ্ছ দুটি চোখ
দুর্ভাবনায় পড়ে ছিলো লালচে জলের অববাহিকায়
স্মৃতিময় স্বচ্ছ শোকেস ভেঙে বেরিয়ে আসা
এক পরিত্যাক্ত কাচের উপর।

তোমার প্রিয়তম দুটি হাতের নীরব স্পর্শে
এ পৃথিবীর সবুজ উদ্যানে একদিন
স্বচ্ছন্দে বেঁচে ছিলো ওরা।

আজ ওরা মৃতপ্রায় অন্ধ সভ্যতার বেলাভূমিতে বিলুপ্ত প্রত্নতত্ব। তবু আমি দুঃখ ঢাকা নির্জন মাটির গভীরে
প্রতিনিয়ত খুঁজে ফিরি ওদের
মন দেই তুমিময় অতীত পাঠে
অতীত থেকে অতীতে।

কোন মন্তব্য নেই: