নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শরীর প্রেমী : ফিরোজ হক


ভালোবাসার জন্য বেঘর হতে চাই
আষ্ঠেপিষ্ঠে প্রতিটি মুহূর্ত আপন করতে চাই
সকল মুহূর্ত ফ্রেমে বাঁধা পড়ে না
অধিকাংশই মনের এক কোণে ঠাঁই পায়।

তৃতীয় নয়ন দিয়ে মুহূর্ত দেখে
 ম্লান হাসিতে মুখপলক ভরে ওঠে
কখনও বা চোখ দিয়ে দু-ফোটা জল...

গানের সুরে সুরে প্রিয়তমা খুঁজে পাই
দুষ্ট-মিষ্ট কথার ভাগীদার হতে
সারাদিন ওত পেতে বসে থাকি।
কখনও বা ক্ষণিকের ভাগীদার হই
কখনও বা ভাগীদারের ভ-ও জোটে না।

ভালোবাসার অঙ্গীকার হিসাবে
গাঢ় আলিঙ্গন থেকে চুমু,
তোমার পাশে আশ্রয় কিংবা
খুব কাছ থেকে তোমায় আপন করতে গেলে
শরীরপ্রেমী আখ্যা পেতে হয়।

আমি অকপটে স্বিকার করে নেই
আমি শরীরপ্রেমী...শরীরকেই ভালোবাসি।
তখনি তুমি সহ্য করতে না পেরে
নিজেকে শাস্তি দিয়ে বসে থাকো।

আর আমার মনের পিঞ্জরায় হুল ফোটে
ধর থেকে দেহ বিচ্ছিন্ন করতে চাইলেও
তোমারি মায়ায় বেঁধে পড়ি...

আর শরীরের প্রতিটি কোণে কাজ করে
গভীর যন্ত্রণা...

কোন মন্তব্য নেই: