নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তোমার আবক্ষমূর্তি :শাহীন রায়হান


পানাম নগরে ঈঁশা খাঁর রাজধানী ডিঙিয়ে
প্রিয়তম কামাগ্নি নদী বার বার ফিরে আসো
পালক ঝরা ভাঙা হৃদয়ে পঞ্চ মোহনায়।
.
তোমার প্রেমময় গোপন চত্ত্বরে কামনায় জেগে থাকা
সূঁচালো কাঁটাতার উড়ন্ত পাখির ডানায় একাকি ছুঁয়ে ছুঁয়ে
কুসুমিত জোড়া নিতম্বে আজও নগ্ন স্বপ্ন আঁকে।
সোঁদা গন্ধে অনন্ত ঝর্ণার অন্তহীন রিনিঝিনি শুনে
প্রতীক্ষার গ্রীবায় জাগা ফাল্গুনী রূপালী চাঁদ
পুরুষত্বের সুখে উষ্ণতায় গলে গলে যায়।
.
কামনা মেঘের প্রার্থণায় তখনও শুধুই তুমি
হৃদয় চত্ত্বরে দাগ কাটা অভিমানী নিশি কন্যা
কতোদিন তোমাকে নিয়ে জীর্ণ ছাদের চিলেকোঠায়
পুরনো টেপরেকর্ডারে সুরের মাতম তুলি না-
গড়িনা তোমার পতিত অন্দরে রক্তস্রোত পেরিয়ে
তোমার আবক্ষমূর্তি-

কোন মন্তব্য নেই: