নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আবাহন-৩ : কিশলয় গু প্ত


মাটির প্রলেপ দিস না বুকে মা
খড়ের বাঁধন চাই না
রক্তে মাংসে আসবি যদি আয়
হাজার আলো শুকনো মুখে মা
চড়াই। উতড়াই না
প্রতিদিন চোখ স্বপ্নটা পাল্টায়।

চন্ডীপাঠে পাকদন্ডীই থাক-
গন্ডী কাটা ঘর
রাস্তায় তোর খুব বেশী দরকার
ঠাকুরদালান শূণ্যই চমকাক
নাচুক বছর ভর
তুই ঠিক কর কে কার সরকার।

মাটি লাগুক পায়েরই আলতায়
নজরে আন সন্দেহ
আমাদের সামনে বিশাল খাদ
আয় মা- এবার অস্ত্র হাতে আয়
তুলে রাখ অপত্য স্নেহ
চেখে দ্যাখ বদরক্তের স্বাদ।

   
                 
                              

কোন মন্তব্য নেই: