নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বাবা: মুহম্মদ আল আমিন



চৈত্ররোদে ফেটে চৈচির হওয়া ফসলের মাঠের মতোন- কষ্ট বুকে চেপে

বর্গাচাষী রহিদ মিয়া বেঁচে রয়। মরণ এসে ফিরে যায় বারংবার!

লাঙলের হাতলে হাত পড়তে পড়তে- কড়া পেয়ে বসেছে হাতের তালুতে।



'বউট্যার পেটের ব্যাটাটা য্যান মোর ভরসা হয় আল্লা! "



তারপর-

ভরসা হয়ে জন্মানো ছেলেটা আজ অন্যঘরে- জ্বেলে যায় আশার আলো;

বর্গাচাষী রহিদ আজ অচল- ঘরের আলো, চোখের আলো নিভে গ্যাছে!

গাছের পাতায় অস্থিরতা জাগায়, উঠোনে গড়াগড়ি খায় রহিদের বেদনার্ত স্বর:

বাজান, ও বাজান...মইরবার আগে তোর মুখখান দেইকপার পাইম না বাজান..?

কোন মন্তব্য নেই: