নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

লটারি : পিনাকী কর্মকার


বোধনের বাজনা বাজে ধরার বুকে আজ।
 কৈলাসে দেবদেবীরা করছে নতুন সাজ।
আজকে সবে মহাখুশি মামার বাড়ি যাবে।
শুয়ে বসে চারটি দিন মণ্ডা-মেঠাই খাবে।
সাজগোজ মিটলে পরে বাজলো কাঁসর ঢোল।
কিসে চড়ে যাবে তারা বাঁধল বিষম গোল।
কার্তিক বলে এই বছরে ঐরাবতের পিঠে।
চড়ে যাবো মামার বাড়ি, রোদ্দুর খুব মিঠে।
গণপতি চেঁচিয়ে বলে কি যে বলিস ভাই।
চলনা এবার সবাই মিলে নৌকা চেপে যাই।
সরস্বতী বিরক্ত হয়ে পিছিয়ে যায় দুপা।
নৌকায় আমার ভয় করে তুই তো জানিস তা।
তারচে' চল দোলায় চড়ে মামাবাড়ি যাই।
এই না শুনে লক্ষ্মীদেবী তোলেন বিষম হাই।
ঘোড়ায় চড়ে যাব মোরা চেঁচিয়ে বলে ইন্দিরা।
মাথায় সবার কিলবিল করে নিত্যনতুন ফন্দিরা।
দুর্গা একটা বুদ্ধি করে বলল সবে একসাথে।
আসা-যাওয়া হবে কিসে ঠিক হবে লটারি তে।


কোন মন্তব্য নেই: