একটা আস্ত তমসা ভরা রাত
বন্ধ্যা নারীর মাতৃত্বের হাহাকার সম
ঐতিহ্য রক্ষার লড়ায়ে বাঙালী আজ।
থমকে আছে বিবেক এখন ধমক খাওয়ার ভয়ে
পাশার চালে, হাত পড়েছে বাংলা মায়ের গায়ে।
করুক্ষেত্র উঠছে সেজে, তুমি থাকো নীরব
নেতাজী, ক্ষুদিরামের সোনার বাংলায়
এখন পাবে কাঠ-কয়লার শব।
বাঙালী আজ জাগো শীতের ঘুম হতে
তাবেদীয়ানার বেড়া ভেঙে আসো সাজায় সোনার বাংলাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন