"গানের সাঁকো"
হঠাৎ ঝ'রে যাওয়া ফুলের মতন
ঝ'রে পরে সন্ধে,
সিঁদুর রঙের মেঘকে সাক্ষী রেখে
সাঙ্গ হয়,টবে লাগানো ফুলগাছ গুলির স্নান।
'গীতবিতান' এর দুপাশে
চোখে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুজন,
যাদের মধ্যে ক্ষুদ্র যোগাযোগের
সেতু গ’ড়ে দেয় অসংখ্য গানের স্বরলিপি।।
হঠাৎ ঝ'রে যাওয়া ফুলের মতন
ঝ'রে পরে সন্ধে,
সিঁদুর রঙের মেঘকে সাক্ষী রেখে
সাঙ্গ হয়,টবে লাগানো ফুলগাছ গুলির স্নান।
'গীতবিতান' এর দুপাশে
চোখে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুজন,
যাদের মধ্যে ক্ষুদ্র যোগাযোগের
সেতু গ’ড়ে দেয় অসংখ্য গানের স্বরলিপি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন