মূর্খের বাচালতা শুনে আপন কিছু দিন করেছি পর,
কিছু নিন্দার দাম তোমাকেও নিতে হবে সহিস,
নামতে হবে মাটিতে ,রাখতে হবে ছিপটি মাটির উপর,
তবেই বুঝবে, প্রশংসা আসলে প্রাপ্য ছিলো নাকি বিষ।
আমার আয়ুনদীর স্রোত স্থিমিত,অধিকার বাড়ছে চরে,
দূর কে কাছের কাছে আনতে লাগছে টলমলে সাঁকো।
সহিস এই মূর্খতার কি দাম দেবে ,মৃত্যুর অনেক পরে,
এই অকালে কি নাম দেবে ভাবো, ভাবতেই থাকো।
চোখের নীচে মেঘ,কালো কিন্তু জলদগম্ভীর নয়,
সহিস তুমি কি সত্যিই বাগে আনতে পারো ঘোড়া,
নাকি আঘাতের ভয় দেখিয়ে বশ্যতা কোরো আদায়
মঞ্চে মঞ্চে বাচলের কীর্তন শুনে ,আর ভালো লাগে না।
হাতে হাতে প্রচার তাবীজ, মন্ত্রের মতো উচ্চারণে লোভ,
বিজ্ঞাপনে ডেকে আনে লোলুপ কদর্য ভিখারী বৃত্তি।
আমি সেরা আমি উত্তম বলে চিৎকার করে সব,
মূর্খের চিৎকারে ঘেন্না লাগে ,থুঁতু উঠে আসে,”সত্যি”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন