জীবন মানে শূন্য হেথায়,জীবন মানে মৃত্যু
জীবন যখন জীবন মারে,ছোবল মারে পিত্তু
জীবন মানে কয়লা খনী,পুড়বে ধিরে ধিরে
জীবন মানে রক্ত দেখা,স্ফূর্তি পাঁজরা ঘিরে
জীবন আজ ঝলসা আগুন,মেরুদণ্ডে পচন
হাস্য রসের ঘোর পেয়ালা,মিথ্যে বাঁচার বচন
জীবন আজ মরতে শেখায়,স্বাধীনতার দিনেও
ঘৃণ্যতা আজ গর্জে ওঠে,প্রেমের নীতি বিনেও
জীবন আজ কাফন ঘরে,বেহুশ আছে কল্পে
বাঁচবে জীবন বাঁচার মতো,শূন্যতারই গল্পে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন