কথার মাঝে কথা মিশে শহর পুড়ছে নিকোটিনে ।
ভিড়ের মাঝে হারিয়ে গিয়েও তোমার শব্দ নেব চিনে ।।
নোটিশ বোর্ড
পোড়া : শ্যামল কুমার রায়
আগুনে সব পোড়ে
সোনা গলে,পুড়ে খাঁটি হয়।
মনও পোড়ে। তবে-
মন কষাকষিতে, বিরহে, বিচ্ছেদে-
এমন কি প্রেমের আগুনেও।
সব পোড়াতেই -
শেষে পুড়তে হয় নিজেকেই।
কখনো চিতার আগুনে-
আবার কখনো বা জীবনে।
একটা খাঁটি সোনা-
চির ভাস্বর,
জীবনে, মননে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন