ধরো হঠাৎ কোন এক রিমঝিম বৃষ্টিঝরা সন্ধ্যায়, তোমার দেখা আমার সঙ্গে।
তুমি কি অবেলার দুজনের হারিয়ে যাওয়া কিছু স্মৃতির কথা বলবে?
নাকি মুখ ফিরিয়ে দুরে সরে যাবে?
ধরো চৈত্রমাসের প্রকট রোদে,
আমি ঘামাক্ত শরীর নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি।
অপ্রত্যাশিত ভাবে তোমার দেখা আমার সঙ্গে,
তুমি কি তোমার আঁচলের ছায়ায় আমায় আগলে নিবে?
নাকি দেখে ও না দেখার মত করে পথ পাল্টাবে?
ধরো কোন একদিন তোমার দেওয়া নীল পাঞ্জাবি টা পড়ে,
বিষন্নতা চেহেরায় একাকী বসে আছি।
হঠাৎ আড়ালে আমায় দেখতে পেলে,
আস্তে আস্তে নুপুর পরা পায়ে আমার পিছনে এসে চমকে দিয়ে জড়িয়ে ধরবে?
নাকি মুখে হাত দিয়ে অচেনার মত বিপরীত পথ ধরে চলে যাবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন