আমি তোমাকে ধরে রাখতে চাই না,
এক মুস্টি চুরুটের ধোয়ায় উড়িয়ে দিতে চাই;
তোমাকে উধাও করে দিতে চাই,
বোতলে ঢেলে;
ঢোকে ঢোকে গিলে ফেলে।
মাথা ঘোরা ঘুমের মাঝেই,
তোমাকে ভুলে যেতে চাই।
নিকোটিনের তিক্ত ধোয়ায়,
তোমার স্মৃতি কি হারায়?
না তো, হারায় না;
তুমি তো হারাও আঁজুমানে।
অলিতে - গলিতে পাগলের মতো পড়ে থাকবো,
তাহলে কি তোমায় ভুলতে পারবো?
পারিনি ভুলতে,
তবুও আমি তোমার শহরের গলিতেই।
দেখতে পাও না?
সম্ভবত না,
আমিতো থাকি ধোয়ার অন্তরালে।
আমাকে নতুন কারও পাশে দেখ?
না তো, দেখ না।
কি করে? সবাই এই আমাকে কবি বলে,
কবিকে তো সবাই পাগলই বলে।
সে পাগল, জায়গা বোঝে না;
যেখানে সেখানে দাড়িয়ে পড়ে,
তাকিয়ে থাকে, ঠিক যেন নিষ্ককর্মার মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন