মেঘ
ও মেঘ!আমার সভাবে-অভাবে জড়িয়ে থাকা ঘর-
ও মেঘ!উষ্ণ প্রেমে ধরে থাকা এক ভীষণ জ্বর।
ও মেঘ!অযথা নেতিয়ে যাস দিলের অশ্রু সেজে-
ও মেঘ!বরফকুচি তল তোর,বৃষ্টি হয়েও পাইনা খুঁজে।
ও মেঘ!বারিষ যে গুলফাম রসে কাঁদিয়েছে তোরে-
ও মেঘ-ছাই হয়ে ঝড়ে পড়িস,স্রেফ!আমারই কবরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন