নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মনি আহমেদ

বৈশাখ এসো
**********



বৈশাখ আমার  জীবনে  জুড়ে আছে ,
তাই  বৈশাখ  আসলে মনে  পরে যায় ,
সব কথা  সব  ভালোবাসা ।
শাহবাগের  কর্নারে  আমারা
মঙ্গলযাত্রা  দেখবো  বলে  দাড়িয়ে আছি ,
চুতুর্দিকে  গান  বাজছে ----------------
 রবীঠাকুরের "এসো  হে  বৈশাঁখ  এসো  এসো "
নূতন  লাল  পারের  সাদা  শাড়ি  পড়েছি ,
প্রথম  শাড়ি  পড়ার  আনন্দ  আলাদা ।

হটাৎ  আমার  এক বন্ধু  বললো ,
দেখ  এই  ছেলেটা  কোলকাতার ,
তোদের  পাড়ায়  থাকে  ।
বেখেয়ালে  মুখের  ঘাম  মুছলা্‌ম,
মঙ্গল  শোভাযাত্রা  আসছে  ।
সমস্ত  অমঙ্গলের  প্রতিবাদ  চিহ্ন নিয়ে ।
চতুর্দিকে  ঢোল  বাজছে  -----------
সাদা  লাল  পাড়ের শাড়ি  সাদা  লাল পাঞ্জাবী ,
কি দারুণ  লাগছে  সবাই কে ।

বাসায়  আসার  সময়  দেখলাম  ,
সেই  ছেলেটা  আমায়  দেখছে ।
পহেলা  বৈশাঁখ  বাংলা  যেন হাসছিল ।
মন  বড়  অনমনা  ছিল -------
মুঠো  মুঠো  মেঘের  মতো  ছিল  ভাললাগা ।
হটাৎ  একদিন  আমার  এক ছোট  ভাই
এসে  বললো  তোমাকে  পাড়ার ভাইয়া ,
এই  বই টা  দিতে  বলেছে।

হৃদপিণ্ডের  শব্দ  ফুসফুসের  চাপ
সেই  বইটা  ছিল  রবীঠাকুরের
সঞ্চয়িতা  কিছু  বেলি  ফুল -----
ভিতরে  লিখা  তোমায়  কত  টা
রবীঠাকুরের  সঞ্চয়িতার  মত
প্রমান  আমার  কাছে  নেই  ।
তবু  যেন  অনেক  অনেক  ভালোবাসি ।
অল্প  বয়স  প্রেমের  মেঘলা  দিন আসে ,
সারা  বাংলা  হেসেছিল সেইদিন ।

প্রথম  ভালো  লাগা মুগ্ধতার  বীজ
বাতাসে  গাঢ়  হতে  থাকে  বনজ  গন্ধ ,
রাতের  আকাশে  নেমে  আসছে
স্বপ্নের  জলাশয়  হয়ে ।

কোন মন্তব্য নেই: