হংসীনি রাই
***********
খোঁপায় চাঁদের পালক গুঁজে হংসীনি
রাই জলকে নামে
বাদামী পিঠে ঝুরো ঝুরো জোছনা
অভ্র আল্পনা এঁকে দেয়।
জুঁই চাঁপার গন্ধে মদির কুঞ্জবনে
কৃষ্ণপক্ষের গাঢ় ইশারা
প্লাবিত স্নায়ুতে শ্যাম শিউলির ঘ্রাণ
আর ভ্রমর বিলাস।
উন্মুক্ত নাভিমূলে ময়ূরাক্ষী নদীর
আন্তরিক সৃজনানুরাগে...
সোহাগী শরীর জোড়া জল,কলসী
ভেসে যায়।
মৌসুমী মৌতাতে সিক্ত শরীরে
বিন্দু বিন্দু পরাগরেণুর মিলনাভূতি।
রিরংসার অভিসারে পেখম মেলে
হংসমিথুন রাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন