টোপ
****
মাছ ধরতে মাছের টোপ যেই দিয়েছি আমি ,
রুপোলি মাছ , সোনালি মাছ টোপ গিলেছ তুমি ।
মাছের টোপে মাছের খিদে কক্ষনো কী সাড়ে ?
বড়শি হাতে ঘাটের দখল মনের অসুখ বাড়ে ।
টোপ গিললে ছিপুরে খুশি খেলায় অথই জলে ,
রাজাও কী এখন ছিপ ফেলে নদী নালা বিলে !
কোন নদীতে কী মাছ থাকে কোন টোপেতে খুশি ,
রাজাকে রোজ খবর পাঠায় আমার পাড়া পড়শি ।
ঘাট বদলে টোপ পাল্টায় রাজা , পাল্টায় না সমাজ
মন্দিরে গিয়ে পুজো করি মসজিদে পড়ি নামাজ ।
শিক্ষা , স্বাস্থ্য , অন্ন-সংস্থান কমন কোনও টোপ নয় ,
যদি বিশ্বাস হয় মঙ্গলঘট , চাল কলাতেই তুষ্ট রয় ।
রামের চর্চা কিসের ভরসা কোন আগুনের টোপ ,
কেঁচো আজও কৃষক বন্ধু , রক্ত চোষে জোঁক ।
****
মাছ ধরতে মাছের টোপ যেই দিয়েছি আমি ,
রুপোলি মাছ , সোনালি মাছ টোপ গিলেছ তুমি ।
মাছের টোপে মাছের খিদে কক্ষনো কী সাড়ে ?
বড়শি হাতে ঘাটের দখল মনের অসুখ বাড়ে ।
টোপ গিললে ছিপুরে খুশি খেলায় অথই জলে ,
রাজাও কী এখন ছিপ ফেলে নদী নালা বিলে !
কোন নদীতে কী মাছ থাকে কোন টোপেতে খুশি ,
রাজাকে রোজ খবর পাঠায় আমার পাড়া পড়শি ।
ঘাট বদলে টোপ পাল্টায় রাজা , পাল্টায় না সমাজ
মন্দিরে গিয়ে পুজো করি মসজিদে পড়ি নামাজ ।
শিক্ষা , স্বাস্থ্য , অন্ন-সংস্থান কমন কোনও টোপ নয় ,
যদি বিশ্বাস হয় মঙ্গলঘট , চাল কলাতেই তুষ্ট রয় ।
রামের চর্চা কিসের ভরসা কোন আগুনের টোপ ,
কেঁচো আজও কৃষক বন্ধু , রক্ত চোষে জোঁক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন