নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শ্রীময়ী গুহ এর কবিতা

 
                 

                        অবুঝ



আদর মেশা ,মেঘগুলি দ্যাখ-  কেমন পদ্মপাতা ।
শিশির বুকের- জলছবিতে- মনকাড়া সব ব্যাথা!
পাহাড় চূড়ায়- প্রথম সূর্য্য -প্রথম ভালবাসা!
মন উঠানে -পর্দা ছায়ায় -তোর আবেদনের ভাষা!
মাঝের নদী -ফল্গুধারায় --বইছে ঝড়ো বাতাস।
চৌকাঠটা -আঁধার আলোয়--- ঝরা বসন্ত নির্যাস!!
আজ এ আগুন -ফাগুন মাখা-- ক্যানভাসবুক ছোঁয়া--
আজও তেমন-- দীঘল আখির- কাজল দেয়া নেয়া ৷
তোর লোমশ বুকের- উতাল প্রণয় -গহীন গোপন দুখ ---
মোর ফেলে আসা- পলির তীরে- একলা নাওয়ের সুখ!
চিলেকোঠা- বাসি ফুলের- কান্না অভিমান--
আজও তেমন -গুনগুন ছায় -মন যাপনের তান!
তোর- আদিম ভালবাসার  -বাসে--- টুকরো অবহেলার দাগ!
তোর উদাসিনতা সইতে নারী -------
             ---বরং আজও- অবুঝ ঘৃণাটুকুই থাক --!!

কোন মন্তব্য নেই: