নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শ্রীমন্ত দে এর তিনটি কবিতা





সুখের ঠিকানা


সুখের ফানুস উড়ল হাওয়ায়
নিভল দুখের বাতি
আজকে সবাই এই পৃথিবীর
হয়েছে আমার সাথী |
ঘুটঘুটে মেঘ সরিয়ে দূরে
রবির কিরণ মেখে
ভাসছি আমি ভাসছে জগৎ
ভাসছি নরম সুখে |
সবার সাথে ভাব জমিয়ে
নতুন সবই দেখি
সম্পর্কের নব বন্ধনে
হয়েছি আমি সুখী |
এসো সবাই হাত বাড়িয়ে
ধরো বন্ধু বলে
সুখ সাগরে জীবন তরী
চলবে হেলে দুলে |


পৃথিবী কারও একার নয়



থাকব সবাই নিজের মত
এই পৃথিবীর বুকে
গড়ব প্রেমের এক ইমারত
বাঁচবে জীবন সুখে |
একার কারও নয় পৃথিবী
সবার অধিকার
উচ্চ শিরে চলব সবাই
বাঁধব সুখের ঘর |
জাতের দেওয়াল তুলছে যারা
করেছে ভাগাভাগি
স্বার্থ তাদের রক্ত ধারায়
বিদ্বেষ বিষ সবই |
কান দেব না পরের কথায়
পা দেব না ফাঁদে
প্ররোচনায় পাক খেয়ে মন
অহর্নিশি কাঁদে |
এই পৃথিবী সবার আলয়
উপর ওয়ালার দান
ঠুনকো দেওয়াল ভাঙব তেজে
গড়ব মিলন স্থান |



ক্ষত



ক্ষতের উপর আঁকলে ক্ষত নিপুণ তুলির টানে
ভাসলো নদী ডুবল সবই প্রাণক্ষয়ী এক বানে |
আলতো জ্বলা তুঁষের আগুন জ্বললো বিষম তেজে
গুমরে থাকা বিদ্বেষ তীর ছুটল প্রবল বেগে |
বাদ গেল না দুধের শিশু বাদ গেল না কেউ
কসাইখানা দিগ্বিদিকে রক্ত নদীর ঢেউ |
বাঁচার আশায় ছুটছে সবাই অলি গলি রাজ পথে
হিংস্র দানব হত্যা লীলায় রয়েছে যে আজ মেতে |
নেই কি ওদের একটুও মন নেই কি দয়া মায়া ?
নেই কি ওদের ঘর সংসার পুত্র-কন্যা-জায়া ?
প্রাণের কোনও জাত হয় না উপর ওয়ালার দান
প্রাণের উপর হানলে আঘাত হয় শুধু শয়তান |
যে শোণিতের উষ্ণ স্রোতে বইছে রক্ত নদী
বাঁচত কত মৃতপ্রায়ও রক্ত পেত যদি |
ভেদ নেই কোনও আমাদের মাঝে আমরা মানব জাতি
সবাই এসো উচ্চ শিরে তীব্র গর্জে উঠি |
বেজাত যারা লেজ গুটিয়ে পালাবে স্রোতের মত
ভালোবাসার সুখের ছোঁয়ায় সারবে সকল ক্ষত |

কোন মন্তব্য নেই: