ঘর পোড়া দিওয়ালি
অভিমানের পাহাড় চূড়ায় বসে কখনো ঝর্ণার গান শুনেছ?
শুনেছ বৈকি তুমি তো গান শোনো।
শুনেছ বৈকি তুমি তো গান শোনো।
আমি উপলব্ধি করি।
জানো, ওগুলো কিন্তু কোনো গান নয়,ওই পাহাড় টার কান্না।দেখলে তো এবারও ভুল করলে।
জোনাকি কে তারা আর সুর্য কে প্রদীপ তো তুমি সব সময় ভাবো।
সেই তফাৎ টুকু বোঝোনি বলেই যেদিন নিজের ঘরে আগুন লাগলো সেই আগুন কে দিয়ালির রোশনাই করে নিলে।
সেই তফাৎ টুকু বোঝোনি বলেই যেদিন নিজের ঘরে আগুন লাগলো সেই আগুন কে দিয়ালির রোশনাই করে নিলে।
আজও সেই পোড়া ছাই গুলো বড্ডো চোখে পড়ে।অন্ধকার হয়ে যায় চারদিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন