~*** একমুঠো বৃষ্টি ধরো ***~
©মনিকান্ত সর
ভালোবাসি তোমাকে -- এটা নিদারুণ সত্যি,
না আছে সন্দেহ, না আছে তার অবকাশ ।
কিন্তু কতটা...., তা বলতে পারবো না,
আসলে পরিমাপ করিনি কোনদিন,
হয়তো বা প্রয়োজনই পড়েনি,
এক একটা অনুভবই যথেষ্ট তা বোঝার জন্য ।
তবুও যদি শুনতে চাও--
তবে ধরো............... এই এত্তোটা হবে।
না আছে সন্দেহ, না আছে তার অবকাশ ।
কিন্তু কতটা...., তা বলতে পারবো না,
আসলে পরিমাপ করিনি কোনদিন,
হয়তো বা প্রয়োজনই পড়েনি,
এক একটা অনুভবই যথেষ্ট তা বোঝার জন্য ।
তবুও যদি শুনতে চাও--
তবে ধরো............... এই এত্তোটা হবে।
বা মনে করো....
একমুঠো বৃষ্টি ধরলে ভরা বর্ষায়,
ক্ষণিকের ব্যবধানে আঙুলের ফাঁক গলে
ঝরে গেল সব,
শুধু রয়ে গেল, জলের এঁকে যাওয়া ছাপ।
তবুও এই আনমনা বৃষ্টিতে
যতখানি স্পর্শসুখ পেলে তুমি --
------------ ঠিক ততখানি ভালোবাসি তোমায় ।
একমুঠো বৃষ্টি ধরলে ভরা বর্ষায়,
ক্ষণিকের ব্যবধানে আঙুলের ফাঁক গলে
ঝরে গেল সব,
শুধু রয়ে গেল, জলের এঁকে যাওয়া ছাপ।
তবুও এই আনমনা বৃষ্টিতে
যতখানি স্পর্শসুখ পেলে তুমি --
------------ ঠিক ততখানি ভালোবাসি তোমায় ।
ধরো.......
পূর্ণিমার কোন এক মায়াবী রাতে, হেঁটে চলেছো তুমি,
মাথার উপর আকাশ জুড়ে গোল চাঁদ,
দুহাত বাড়িয়ে আহ্বান জানিয়েছে তোমায়,
হঠাৎই কালো মেঘ এসে, আটকে দিল পথ,
ভয়ার্ত তুমি, তোমার সামনে বিস্তীর্ণ আঁধার,
দিকবিদিক জ্ঞানশূণ্য তুমি।
অকস্মাৎ একটা ঝোড়ো বাতাস এসে
সরিয়ে দিল কালো মেঘ ।
কিছুটা অপ্রস্তুত ভাবেই সামলে নিলে নিজেকে ।
ঠিক যতখানি খুশির ঝিলিক সেই মুহূর্তে
দেখেছিলাম তোমার চোখে --
------------------ ততখানি ভালোবাসি তোমায় ।
পূর্ণিমার কোন এক মায়াবী রাতে, হেঁটে চলেছো তুমি,
মাথার উপর আকাশ জুড়ে গোল চাঁদ,
দুহাত বাড়িয়ে আহ্বান জানিয়েছে তোমায়,
হঠাৎই কালো মেঘ এসে, আটকে দিল পথ,
ভয়ার্ত তুমি, তোমার সামনে বিস্তীর্ণ আঁধার,
দিকবিদিক জ্ঞানশূণ্য তুমি।
অকস্মাৎ একটা ঝোড়ো বাতাস এসে
সরিয়ে দিল কালো মেঘ ।
কিছুটা অপ্রস্তুত ভাবেই সামলে নিলে নিজেকে ।
ঠিক যতখানি খুশির ঝিলিক সেই মুহূর্তে
দেখেছিলাম তোমার চোখে --
------------------ ততখানি ভালোবাসি তোমায় ।
তাই, মেলাতে যেও না ভালোবাসা,
খুঁজতে যেও না তার পরিমাপ,
শুধু জেনো......................
ভালোবাসি..
ভালোবাসি ।।
খুঁজতে যেও না তার পরিমাপ,
শুধু জেনো......................
ভালোবাসি..
ভালোবাসি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন