"শত ব্যস্ততার মাঝে হঠাৎ বৃষ্টি এসে জুড়িয়ে দিল প্রাণ
মরতে থাকা মানুষ জানে,মেঘ,সে বেঁচে থাকার গান।।"
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, সময় মত প্রকাশ না করতে পারার জন্য। রোজ অফিস ফেরত ক্লান্ত চোখে হারিয়ে যাচ্ছে সব,সবটুকুই।আসলে সবার খিদে পায়।পকেটে তাই দুটাকা রেখে বাজি খেলছি।
হয়তো এটাই নিকোটিন এর শেষ সংখ্যা,আসলে নিকোটিন সব সময় পুড়ে গেলে ছাই হয়ে যায়।
পরে থাকা এস্ট্রেতে থাকে ঘৃণা।
এইটুকুই থাক তবে আমার নামে।
অনেক অনেক ধন্যবাদ সবাইকে ,আপনারা যারা লেখা পাঠিয়েছিলেন, সবার লেখা নেওয়া সম্ভব হয়নি ,যাদের লেখা নেওয়া হয়নি তাদের জন্য দুঃখিত।
ধন্যবাদ নিকোটিন এর সকাল বেলা ও রবিবাসরীয়'র সম্পাদক কে মান্নুজা এ সংখ্যা প্রকাশ করা সম্ভব হতো না ।।
ধন্যবাদান্তে,
জ্যোতির্ময়
মরতে থাকা মানুষ জানে,মেঘ,সে বেঁচে থাকার গান।।"
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, সময় মত প্রকাশ না করতে পারার জন্য। রোজ অফিস ফেরত ক্লান্ত চোখে হারিয়ে যাচ্ছে সব,সবটুকুই।আসলে সবার খিদে পায়।পকেটে তাই দুটাকা রেখে বাজি খেলছি।
হয়তো এটাই নিকোটিন এর শেষ সংখ্যা,আসলে নিকোটিন সব সময় পুড়ে গেলে ছাই হয়ে যায়।
পরে থাকা এস্ট্রেতে থাকে ঘৃণা।
এইটুকুই থাক তবে আমার নামে।
অনেক অনেক ধন্যবাদ সবাইকে ,আপনারা যারা লেখা পাঠিয়েছিলেন, সবার লেখা নেওয়া সম্ভব হয়নি ,যাদের লেখা নেওয়া হয়নি তাদের জন্য দুঃখিত।
ধন্যবাদ নিকোটিন এর সকাল বেলা ও রবিবাসরীয়'র সম্পাদক কে মান্নুজা এ সংখ্যা প্রকাশ করা সম্ভব হতো না ।।
ধন্যবাদান্তে,
জ্যোতির্ময়