নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বৃষ্টি : কুনাল গোস্বামী



অতঃপর আমি নিস্তব্ধ হলাম,ব্যাঙদের গোঙানি আরও বেড়েই চলেছে 
তারপর শুষ্ক মাটির বুক স্পর্শ করে বৃষ্টি নামল পাতায় পাতায় 
আমি আর কবিতা খুঁজিনা, কল্পনায় হারিয়ে যাইনা খড়কুটোর মতো
কান পেতে শুনি ল্যামপোস্টের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকা কুকুরের কান্না 
দু'একটা ফোঁটা বৃষ্টি মুখে মেখে নিয়ে ভাবি এই বেশ ভালোই আছি 

কবিতারা নাকি এক একটা জীবন্ত ইতিহাস! 
তবে তাঁদেরও বুকে জমে থাকে একরাশ অভিমানী কালো মেঘ
যদি আমারও থাকতো কয়েকটা খাঁজকাটা নখ
তবে আঁচর কেটে বৃষ্টি নামাতাম এমনই এক অন্ধকার রাতে
সে রাতে আমিও চিৎকার করে বলতে পারতাম
বৃষ্টিকে চাদর বানিয়ে নগ্ন শরীর ঢাকতে আমিও ভালোবাসি।

কোন মন্তব্য নেই: