বৃষ্টি তুমি নেমে এসো
রোদজ্বলা ঘাসে
বাঁচার আশায় ওরা যেন
খুসির হাসি হাসে ।
বৃষ্টি তুমি নেমে এসো
ফুটিফাটা মাঠে
মাঠ ভরা ফসল ফলুক
চাষির জীবন পাঠে ।
বৃষ্টি তুমি নেমে এসো
শহিদ স্ট্যাচুর বুকে
ধূয়ে যাক ধূলো বালি
বাঁচি মনের সুখে ।
বৃষ্টি তুমি নেমে এসো
পুকুর ডোবা খালে
জলজীব যত আছে
বাঁচুক খুশির তালে ।
বৃষ্টি তুমি নেমে এসো
ঘাম ঘামাচির দেশে
রোদপোড়া মানুষজনে
একটু ভালোবেসে ।
বৃষ্টি তুমি নেমে এসো
বাদল পোকার গায়
টাপুরটুপুর ঝমঝমিয়ে
এসো নুপুর পায় ।
বৃষ্টি তুমি নেমে এসো
চাতক পাখির ঠোঁটে
ফটিক জলের আশায় ওরা
ছটপটিয়ে ওঠে ।
বৃষ্টি তুমি নেমে এসো
অফিস ছুটির দিনে
ছন্দে সুরে বাঁধবো তোমায়
আপন হৃদয়-বীণে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন