ফিরে আসছি 'মা' তোমার কোলে,
কথা দিয়েছিলাম শেষের বারে,
এবারে বুলেট ছাড়েনি আমায়,
কফিনে আসবো পতাকায় মুড়ে।।
পালিয়ে যায়নি যুদ্ধের ময়দান থেকে,
লড়ে গেছি শরীরের শেষ বিন্দু অব্দি,
কাপুরুষ ছিলো না তোমার ছেলে,
শুধু মৃত্যুর দ্বারে হলাম বন্দী।।
বোনকে বলো রক্ষা করেছি ভারতকে,
রাখীর মূল্য দিলাম প্রান দিয়ে,
অশ্রু যেন ঝরে না দুই নয়নে,
গর্ব করে একবার দাদা বলে ধরে জড়িয়ে।।
ভাইকে বলো পড়াশোনায় মন দিতে,
উপহারে বাইক দিয়ে গেলাম তাকে,
কষ্ট পেয়ে ভেঙে যেন না পরে,
রক্ষা করতে হবে তার ভূমি মা'কে।।
বাবাকে দিলাম সমস্ত দায়িত্ব থেকে ছুটি,
ফিরে আসবো তোমার সন্তান রুপে,
মনের মানুষকে বলো সম্পর্কে টানলাম ইতি,
নিজেকে বারেবার দেবো,এই ভূমিতে সপে।।