নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অনোজ ব্যানার্জী




বর্ষা
*****



বৃষ্টি আসে,সৃষ্টি হাসে,আষাঢ় -শ্রাবণ আনে বর্ষা।
সবুজ ঘাসে,সবুজ মাসে,চাষীরা মনেপায় ভরষা।।
গ্রীষ্মের কান্না,মুছে দেবে বন্যা,নদীর দুকূল ছাপিয়ে।
ময়ূরের নৃত্যে,শান্তিতে ফিরতে,সুখপাখী ওড়ে দাপিয়ে।।
বর্ষার ঝমঝম, মনে জাগে কত দম,উড়ে যায় গ্রীষ্মের তেজ।
মাঠঘাট টলমল, শুধু জল আরজল, বাবুদের কী আমেজ।।
ধনী, সাহেবরা,খুশীমন ফুরফুরা,তাকায় জানালার চোখে।
নগরের রাজপথ,বরষার কি মদত! হাঁটুজল কে আর রোখে??
বিদ্যুৎ, মেঘ, ঝড়,ভেঙে যায় কত ঘর,বর্ষার প্রচণ্ড তাড়নায়।
আসে শত রোগ,ভাসে কত দুর্ভোগ, সাপের উপদ্রব বাড়ে।
ঝোপঝাড় বনে,বিনা অস্ত্রে-রণে,নিমেষে জীবনমণি কাড়ে।।
দিন আনে,দিন খায়,দারিদ্র্যের যাতনায়,কত লোক ভেঙেপড়ে কান্নায়।
চাষীরা করে চাষ,অন্ন করে বাস,কৃষকের লাঙলের ফলায়।
বরষার করুণায়,পৃথিবী খাদ্য পায়,দারিদ্র্য সভয়ে পালায়।।
হৃদয়ের ভালোবাসা,জাগায় স্বপ্ন আশা,প্রেমিক জোয়ারে ভাসে।
পিয়াসী মরুর বুকে, বিক্ষত যারা দুঃখে, দাঁড়াও চাতকের পাশে।।
পাপীদের যত পাপ,গুণ্ডাদের সংলাপ,ভেসে যাক ধর্মের বন্যায়।
সমাজের খাতা থেকে,সমাধিতে দাও ঢেকে,প্লাবিত দূর্নীতি অন্যায়।।।

অসিতাভ দাস




বিকেলবেলার শ্রাবণ
*****************


মনকেমন শ্রাবণে,
রাত নামে আনমনে,
মাঠঘাট ভরে যায় জলে।
গোধূলির শেষ আলো,
মন কেন ভার হলো,
আজ খোকা নেই ফুটবলে।
ও বাড়ির ছোট খুকী,
খাতাভরা আঁকিবুকি,
কুমিরের ডাঙা জলে থৈ।
কেউ নেই খেলাসাথী,
নিশ্চুপ মাতামাতি,
মিছিমিছি খেলা-পড়া বই।
বস্তির ভোলা, বিশু,
কাকভেজা ছাড়া-শিশু,
জমা জলে পুঁটিমাছ ধরে।
ফুলি, চাঁপা একসাথে,
ভিজে ভিজে হাতেহাতে,
বাসনের স্তূপ সাফ করে।।

মোনালিসা পাহাড়ী




শ্রাবণ প্লাবন
**********


শ্রাবণ প্লাবন বইছে দুচোখ বেয়ে
উপচে পড়া জলরাশি বয় খাতে
ঠোঁটের সীমানা পেরিয়ে মেশে গহ্বরে
নুন জমছে আঠালো লালারসে।

চোখ আর মন পিঠোপিঠি ভাই বোন
মন কাঁদলেই চোখের আকাশে বৃষ্টি
চোখের সামনে বিরহী দৃশ্যপট
মনের গহ্বরে বেদনা রসের সৃষ্টি।

মনের আকাশে টুকরো টুকরো স্মৃতি মেঘ
জমতে জমতে ঘনায় কালচে ধোঁয়াটে
তাই তো শ্রাবণ অঝোর প্লাবন বয়ে যায়
বালিশের দেশে, বাঁধ ভাঙা এই রাতে।

পিয়ালী সাহা






তবুও বৃষ্টি নামে
************



 এক বিকেলের হঠাৎ বৃষ্টিতে ফোঁটা ফোঁটা জলের  সঙ্গে  মিশে গেলে তুমি
চুঁইয়ে পড়তে লাগলে
 আমার চুল ঘাড় কপাল বেয়ে

আমার সে বিকেলের স্বাদ তখন শুধু ভালোবাসার

এক পা,দু পা এগোতে এগোতে অনুভব করলাম অসম্ভব কালো চারিদিক
আমার চিবুক থেকে আর ঝরে পড়ছেনা বৃষ্টির শীতলতা 

 সেই ফোঁটা গুলো তখন 
স্বাদে অম্ল.. 
আর সেই আমি তখন শীতলতা ছেড়ে  
বিকৃত এক অন্য আমি

যে ভিজেছিল
আর শুধু ভিজতে চেয়েছিল

তবু আজও বৃষ্টি নামে অন্য কোথাও
হয় শ্রাবণে নাহয়
 মনের  ঈশান কোণে


মনোজ কুমার ঠাকুর




ব্যর্থ আমি
*******


.
আমি তখন ঘোর আশোয়ার 
যখন কিরীটী হবার লক্ষ্য সবার,
হারিনি আমি, শুধু হেরেছি তোমায়,
এ কি আমার বড় হারা নয় ?
কিরীট আমি লভেছিলাম তবে
তখন তোমার সাথে বিচ্ছেদ সবে,
সফল আমি বদ্ধ পাগল
অহংকারের কাসার ছিল অতল ৷
তোমায় পেল অভিমানের পীড়া
নিমেষে বদলে গেল তোমার ইরা ৷
নীরবে নিভৃতে চোখ মুছতে
অবহেলাতেও অভিমান খুঁজতে ৷
দিন গুনতে প্রত্যাবর্তনের
আমার মনে অহংকারের বেড় ৷
তারপর একদিন বেরোল তোমার জানাজা,
ক্রমাগত শুরু হল আমার সাজা ৷
বদ্ধ পাগলের হুশ ফিরল
একাকীত্ব এসে ঘিরল,
অনুভূত হল তোমার অনুভূতি,
শুরু হল মোর ব্যর্থ আহূতি ৷
বুঝলাম আমি চুকে যাচ্ছে সব
মন তবু হল জেরবার,
সূচনাতেই যদি বুঝতাম আমি
পালটে যেত আজ উপসংহার ৷

সুকান্ত মণ্ডল





বৃষ্টি নামলেই
 **********


বৃষ্টি নামলেই-
তোমায় মনে পড়ে
বৃষ্টি নামলেই-
মন মেঘলা করে
জমে থাকা কান্না-
     চাপে স্রোত হয়;
ভরিয়ে দেয় হৃদয় নদী।