নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

নবনীতা সরকার






স্রোতের ধারে
          



তারপর,
অন্য অন্তর ভাঙে অন্তরাল---

অমানিশি জাল বুনে চলে
নির্ভেদ মায়াচাদর ঢেকে বুকের ক্ষত লুকায়-
অতসী চাঁদ। 

ঘোর একাকীত্ব----ঘর বেঁধেছে---রাতের গুহামুখ

ভিতহীন অঙ্গীকারের সিঁথি আজ তাই ধূ ধূ মাঠ। 

রাত জানে শুধু,
তার আসার পর থেকে তার মাড়িয়ে যাওয়ার পর পর্যন্ত---বৃত্তাকারে ঘুরে চলেছে যে পথ,
সে পথেই সমাধিস্থ সকল নীরব কথা। 

তাই আজ,জলসমাধি নিক এ অন্য অন্তর -
অন্য অন্তরালে।

সায়ন্তনী হোড়








সীমাহীন ঘুম



একটা রেলিং-এ  জড়িয়ে 
বেড়ে ওঠা কিছু অদৃশ্য শব্দ ।
 নিঝুম দ্বীপ । হঠাৎই বেখেয়ালি বর্ষার 
  শরীর ছাপ ।

ঘুমিয়ে থাকা প্রেমিকার স্বপ্নরা 
ভেসে বেড়ায় সেই  অগণিত বিন্দুদের মধ্যে

 নগ্ন ইচ্ছেরা বারবার ফিরে আসতে চায় 
ভেজা পাতাদের গায়ে ।

একটা ছোঁয়াচে রোগের
 অস্তিত্ব ফুটে উঠেছে প্রতিদিন 
মেঘলা আকাশের বুকে ।

ব্যক্তিগত স্কেলের মাপগুলো আজ
বড্ড অসাবধানী হয়ে পড়েছে ।
সমুদ্রে ডুবে যাওয়া প্রতিটি রাতের 
ঘুমকে যদি আবার ফিরিয়ে আনা যায়
তাহলে হয়তো ঘুমের মধ্যেই
টিপবাক্সে বন্দি পাথুরে সময়কে খুঁজে পাওয়া যেত ।।

                                     

বিনয় লাহা






বিশ্রাম 


চৌকাঠ পেরিয়ে নিদ্রা নামে মানুষের 
আমার পাশেই কুলিকের মৃতদেহ 
তোমার কথায় ঝাঁপ দিয়েছি আগে 
একটু পরেই নামবে বিদ্রোহ। 

ভাববার নেই শান্ত হয়ে বসো 
চৌকাঠে তার চরম নিদ্রা নামে 
গৌধূলিতেয় ফেরত আসছে গরু 
এখান থেকেই পাগলা জীবন থামে

তাপসী লাহা







ইচ্ছেরা
------------



শুধু হারিয়ে ফেলি


বারংবার  
স্বপ্নেরা লুকোচুরি
ঘরে ফিরে
তবু ফেরে না ইচ্ছের পাখিরা
আমি শুধু অকাজে খুঁজে  যাই
ভালোলাগা শরৎ ইচ্ছেগুলো।

বৈশাখী দাস






প্রভাত প্রতীক্ষায়
         

নাহ্! তেমন কোনো সুরেলা ভোরাই এর দোল খাওয়া নেই,কার্নিশ ঘেঁষা এই ইলেকট্রিক তারটিতে।নেই শুভেচ্ছা বিনিময়ের ফর্মালিটি।শুধু স্লিপিং পিলে ডুবিয়ে রাখা কিছু নির্বিকার পেন্ডুলামের দোলন আছে অবচেতনে।ঠিক যেন ফর্ম্যালিনের সুরক্ষায় রুখে দেওয়া 'বিকৃতি',মেহগণি রাতঘুমের।তাও কি ঘুম? বেশ কিছু একলা শিশিরের উপন্যাস,নিঃসঙ্গ ঝিঁঝিঁর অভিমানী আত্মকথা জমেছে রাতজাগা অবকাশের কুঠুরিতে! অবশ্য মাঝে মাঝে রাত্রির সামুদ্রিক সত্ত্বা ফুঁড়ে বিচ্ছিন্ন দ্বীপের মত ভেসে ভেসে ওঠা রূপোলী-ধূসর স্বপ্নরাও জ্বালায় বড়ো! না না,ওদের প্রযত্নে নেই কোনো বলিষ্ঠ নামের আওতা,ঠিকানার আদর।তাই বায়ু বুদবুদের মতই ভ্যানিশ শেষমেশ! 
তবুও তো,দিশাহারা হেমন্ত-নিশিকে চেনাতে পথ,কলমে জ্বালিয়ে রাখা আকাশপ্রদীপ! রজঃস্বলা মননের উর্বরতার আশ্বাসে অক্ষরের ইনফ্রারেডে আবার সাজিয়ে তোলা সবুজঘর,পান্ডুলিপির ভাঁজে জিইয়ে রাখা প্রভাত-প্রতীক্ষা.......

অমৃতা রায় চৌধুরী





সমাজ-পুরাণ




শৈশবের ছোট্ট পাড়া, শৈশবের বাড়ি,
বর্তমানে পুকুর ঘিরে নতুন ফ্ল্যাটের সারি।
ফ্ল্যাটের নতুন বারান্দাতে নতুন নতুন মুখ;
স্কোয়ার-ফিটের মাপা ঘরে একলা থাকার সুখ!
ছোটো ফ্ল্যাটে সবই মাপা 'রোদ-হাওয়া-জল',
মৃদু হাসি, চাপা কান্না, মাপা হট্টগোল ।
একই সাথে বাস করা আজ খেয়াল পুরাতন,
এখন শুধু দেখা হলে, মৃদু সম্ভাষণ -
ছোট্ট 'হ্যালো', হালকা হাসি, অল্প কথা বলা;
সযতনে দূরে থাকার জন্য এড়িয়ে চলা। 
একলা থাকতে চায় যে মানুষ, এক‌লা সংসার, 
একলা তুমি, একলা আমি, একলা চারিধার!
একলা থাকতে চাইতে চাইতে বাবা-মা'ও পর,
নানান মাপের বৃদ্ধাশ্রমই তাঁদের নতুন ঘর।
একবিংশ শতক আজ কানে দিয়েছে মন্ত্র; 
মানুষ এখন আবেগহীন, হৃদয়বিহীন যন্ত্র ।
সবখানেই প্রতিযোগিতা, সবাই প্রতিযোগী,
ত্যাগমন্ত্র জানে'না কেউ, সবাই চরম ভোগী।
হানাহানি ও হিংসা তাদের ভুলিয়ে দিয়েছে আজ,
ভালোবাসা-মমতা-স্নেহ'ই  শ্রেষ্ঠ আশীর্বাদ।।