স্রোতের ধারে
তারপর,
অন্য অন্তর ভাঙে অন্তরাল---
অমানিশি জাল বুনে চলে
নির্ভেদ মায়াচাদর ঢেকে বুকের ক্ষত লুকায়-
অতসী চাঁদ।
ঘোর একাকীত্ব----ঘর বেঁধেছে---রাতের গুহামুখ
ভিতহীন অঙ্গীকারের সিঁথি আজ তাই ধূ ধূ মাঠ।
রাত জানে শুধু,
তার আসার পর থেকে তার মাড়িয়ে যাওয়ার পর পর্যন্ত---বৃত্তাকারে ঘুরে চলেছে যে পথ,
সে পথেই সমাধিস্থ সকল নীরব কথা।
তাই আজ,জলসমাধি নিক এ অন্য অন্তর -
অন্য অন্তরালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন