নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

  দাগ 

             দাগ  
         

            ©মনিকান্ত সর



কালো রাস্তায় কালশিটের দাগ, গভীর ক্ষত,
কিছুটা সরলরেখায়, আর বাকিটা অবিন্যস্ত ।
দগদগে ঘা শুকোয়নি এখনও, শিরার ভাঁজে,
রঙিন রক্ত, খেলছে হোলি, বাহারী সাজে।
আঙুলের ফাঁক হঠাৎ খোঁজে, পেরিয়ে যাওয়া সময়,
ক্লান্ত পথিক, শূণ্য আকাশ, একটু আশ্রয় ।
দেওয়াল ঘড়িটা সময় খোঁজে, দিনে দুপুরে,
টলমলে পা, মাথাটা নীচু, মনুষ্যত্বের ভারে।
চুঁইয়ে পড়ছে রাস্তার আলো, রঙিন জামায়,
বেখেয়াল মনে হাতের ছাপ, তবুও কাঁদায়।
চোখের কোণে মেঘ এসে, বলছে ভাগ,
প্রতিচ্ছবি জলে, দৃষ্টি ধাঁধায়, শুধু কয়েকটা "দাগ" ।।

কোন মন্তব্য নেই: