তৃষ্ণা আমার বক্ষ জুড়ে"
"চক্ষে আমার তৃষ্ণা
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে "।
দারুণ দহনে জ্বলছে আজ
হৃদয় কেন মরুচরে।।
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে "।
দারুণ দহনে জ্বলছে আজ
হৃদয় কেন মরুচরে।।
আসুক ঝঞ্ঝা, উড়ে যাক সবকিছু
হোক তপ্ত হাওয়ার অবসান। উঠুক ঝড়ের নিশান।
ক্ষুধার্ত মন ভাসে সুদূর শূন্যতায়
সময় আগত, অবগুণ্ঠনের হোক না অবসান ।।
হোক তপ্ত হাওয়ার অবসান। উঠুক ঝড়ের নিশান।
ক্ষুধার্ত মন ভাসে সুদূর শূন্যতায়
সময় আগত, অবগুণ্ঠনের হোক না অবসান ।।
এ এক বৃষ্টিবিহীন বৈশাখের তপ্ত দিন
রুক্ষতায় ভরা বেরঙিন, স্বপ্নহীন ।
প্রান কেন পোড়ে, কিসের সন্তাপের তরে?
সময় আনে পরিবর্তন, আশার নতুন দিন ।।
রুক্ষতায় ভরা বেরঙিন, স্বপ্নহীন ।
প্রান কেন পোড়ে, কিসের সন্তাপের তরে?
সময় আনে পরিবর্তন, আশার নতুন দিন ।।
মৃদঙ্গে ধ্বনি ওঠে দৃমি দৃমি দুরু দুরু
বীণার ঝঙ্কারে মেঘমল্লার বিস্তার ছায় দু' মেরু।
অশনি গর্জে ওঠে গুরু গুরু গুরু গুরু ।
দুরন্ত বর্ষণ খেলে, সন্তাপান্তে পুনর্জন্ম শুরু।।
বীণার ঝঙ্কারে মেঘমল্লার বিস্তার ছায় দু' মেরু।
অশনি গর্জে ওঠে গুরু গুরু গুরু গুরু ।
দুরন্ত বর্ষণ খেলে, সন্তাপান্তে পুনর্জন্ম শুরু।।