"বৃষ্টি মানে স্মৃতির জানালায় তুমি"
*****************************
আমরা উন্মুক্ত হয়ে আছি
বৃষ্টির অপেক্ষায়,
বহুদিন পর আজ বৃষ্টি আসুক।
সমস্ত আকাশ জুড়ে বৃষ্টি আসুক,
অজস্র ধারায় অঝরে বৃষ্টি আসুক।
আজ আমাদের ধূলি ধূসরিত।
বৃষ্টি নামুক---
মলিন হৃদয়ের মাঠ, প্রান্তর জুড়ে।
সবুজ ফসলে ভরে যাক্ ধরা,
শীতল বাতাসে শান্তি ফিরে পাক সবাই।
তবে তার আগে বৃষ্টি নামুক
আমাদের বিবেকের মরুভূমিতে,
সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,
আর পরিশুদ্ধ হোক ধরা, হৃদয়ের গ্লানি।
মানুষের জন্য মানুষের মমতা
ঝর্নাধারা হয়ে বয়ে যায়।
আমার কাছে বৃষ্টি মানে
স্মৃতির জানালায় তুমি,
বৃষ্টি মানে জলজ বাতাসের শীতল ছোঁয়া হিম হিম সুখ,
বৃষ্টি মানে স্মৃতির আঙিনায় হঠাৎ দেখা তোমার মুখ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন