নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

উদ্ভট এক রাজার কথা: মোঃ গোলাম মোস্তফা লিটু


উদ্ভট এক রাজার কথা
করবো আমি বর্ননা,
এ রাজার রাজ্যের সাথে করোনা
আপন,দেশ রাজ্যের তুলনা।

ক্ষমতা পেয়েই রাজা
হয়ে কঠিন কঠোর খুব,
বিরোধী দলমত কে দমন করে
ভয় দেখিয়ে করিয়ে দেয় চুপ।

চাটুকারেরা ঘিরে থাকে
রাজার চতুর্দিকে,
রাজ্য চালায় রাজা মশাই
চাটুকার বেষ্টিত থেকে।

চাটুকারদের তোষামোদে
রাজা হয়ে গদগদ,
চাটুকারদের দান করেছে
নানান,গুরুত্বপূর্ণ পদ।

রাজা মশাই মানুষ ভালো
বহুত পরহেজগার !
চামচাগুলোর কর্মদোষে
দুর্নাম হচ্ছে তার।

দুর্নীতিগ্রস্ত সান্ত্রী মন্ত্রী
রাজার রাজ্যসভার,
যে যা পারছে করছে ভোগ
রাজ্য করছে সাবাড়।

অপরাধ যা হচ্ছে রাজ্যে
সব করছে রাজার লোক,
কিছুই করার নাই প্রজাগণের
বিস্ময়ে,গেলা ছাড়া ঢোঁক।

রাজ্য যাচ্ছে রসাতলে
রাজা রাখে না খবর,
ব্যস্ত রাজা কোষাগারের টাকায়
করতে বিদেশ সফর।

উদ্ভট সেই রাজার বিরুদ্ধে যবে
জাগবে রাজ্যের প্রজাগন
টেনেহিঁচড়ে নামাবে মসনদ হতে
ধুলোয় লোটাবে সিংহাসন।

চাটুকার বেষ্টিত ছিল
অতীতের যত উদ্ভট রাজা
ইতিহাস সাক্ষী তারা ভুগেছে দুর্ভোগে
পেয়েছে নিদারুণ নিষ্ঠুর সাজা।।

কোন মন্তব্য নেই: