নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

জীবাশ্মবিন্যাস; অভিজিৎ দাসকর্মকার


পাতার জীবাশ্মবিন্যাসে সন্ন্যাসী চাঁদ চর্যাপদ পড়ে
তার নিরক্ষর জ্যোৎস্না আঁচড় কাটে পত্রফলকের জালকশিরায়
নিম্বাস মেঘের ধূসর ছায়াতলায় দাঁড়াই
নাকি
রুদালির বুক ফাঁকা মরীচিকা?
তুলসী গাছের নাকে তুলোর ভূগোল।

চোখের ড্রপে অ্যাকোরিয়ামের জল
গলার ভিতর টেট্রা গ্রুপের মাছ
ছটফট করে ঘুমের ঘোরে
রাতের রাস্তায় হতভম্ব অন্ধকার হ্যালোজেন কুড়াচ্ছে-

এগিয়ে দেওয়া ধমনীতে
এককোষি প্রাণীর জারণ-বিজারণ
মৌলিক সম্পর্কটি আজও মেরুদণ্ডহীন
মন্দারমণি লেখে আজলার জলে।

কোন মন্তব্য নেই: