নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

প্রেমায়ু : ইহান



ভোরের আলো যেমন বাসি ঠোঁটের আদর দেয়
সকালের তাড়াহুড়ো জানায় ব্যস্ততার মাঝেও তপ্ত অনুভূতি
মধ্যাহ্নের পরিকল্পিত কথোপকথন আর কর্তব্যের আস্ফালন
আর দিনের শেষে অস্বাভাবিক আদরের নীরবে অবতরণ॥

প্রতিদিন আমাদের ঝগড়া হয়
আর অজুহাতে নেমে আসে " সম্পর্কের বয়স "
তবুও প্রতিবার এটাই প্রমাণ হয় যে একজন মাথানত করে
অন্যজন ভালোবেসে কাছে টেনে নেয় ....
আর যাই হোক সম্পর্কটিকে সম্মান দু'জনেই করতে জানে ।।

সবকিছুই যেন সেই আগের মানুষটিকে বদলে দেয়
বলে দেয় গোপনে বদল যদিও হয় তবে সে তার নিজস্ব 
অভিমান যদিও হয় তবে তার অবসানও হয়
সেই ভালোবাসাকে ছুঁয়ে দিয়েই .... 
সম্পর্কের বয়স যদিও হয় তবে অনুভূতিগুলিও ভীষণ পোক্ত 
সাবলম্বীতার রূপবিন্যাসে ছুঁয়ে যায় আপাদমস্তক॥ 

" মনের গহীনে বাস করে যে জন ,,,
সেই জন প্রকৃত অনন্তের উদাহারণ "


কোন মন্তব্য নেই: