নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অলৌকিক নুপুর ধ্বনি: সুমিত মোদক



শ্রীকৃষ্ণের বাঁশি হয়ে বাজতে পারি তোমার বুকে , শ্রীরাধিকা ;
আবার তোমার পায়ের নূপুর হয়ে  শব্দ তুলি
শ্রীকৃষ্ণের গভীর থেকে গভীরে
প্রেমিক হৃদয়ে ;
আমিই পারি ....
আমি যে তোমাদেরই সুর-তরঙ্গ ;
#
যমুনার জলকে ছুঁয়ে আসার সময় গুলিকে একের পর এক ধরে রাখতে জানি ;
মনে রাখতে জানি মহাকালের স্বরলিপি
বসন্ত-বাহার ...
#
শ্রীরাধিকা , তুমি বার বার জন্ম নিতে জানো ;
শ্রীকৃষ্ণ বিরহে দুচোখ ভেসে যায় জলে  ;
তবু , তোমার কোনো অভিযোগ নেই  ,
অনুযোগ নেই সময়ের কাছে ,
শ্রীকৃষ্ণের কাছে ,
এই জীবনে ....
#
আর আমি যুগ যুগ ধরে বেজে চলেছি মহাকাল হয়ে ;
একটু একটু করে বদলে যাচ্ছে সময়ের ধারাপাত ,
কদম ফুলের সুঘ্রাণ , বৈষ্ণব পদাবলি ,
আমারই চলচ্চিত্র  ;
#
কেবল , তুমি শ্রীকৃষ্ণে বিভর হতে  জানো ;
আর , আমাকে করে তোলো অলৌকিক নূপুর ধ্বনি  ।