সমুদ্র নিয়েছিল একপাটি নকল চটি
আমার তখন ছায়ার দেশে বাস
সেখানে বাতাস প্রবেশ নিষেধ
বচ্ছরভর আমার মলমাস
একপায়ে জুতো, অন্য পায়ে বালি
সমুদ্রে চেয়ে অনেক লোনা অক্ষিজল
কোথাও কেউ কান পেতে নেই শোনার
নিজের কথা নিজেকেই শুধু বলি
আমার শুন্যতা ভরা ছিল প্রতিবেশী
তাদের তখন থৈ থৈ প্রেমবেলা
আমার মুখে সন্ধ্যা বেলার হাসি
মনজুড়ে ঝোপঝাড়,
নিজের সঙ্গে আমার লুকোচুরি খেলা
দু একটা চোখ তবুও চিবুকে বুকে
করতলে রহস্য মাখিয়ে যেত
আমার এক পায়ে তখন নকল চটি
এগোলে হয়তো সমুদ্র পিছিয়ে যেত ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন