সীমাহীন ঘুম
একটা রেলিং-এ জড়িয়ে
বেড়ে ওঠা কিছু অদৃশ্য শব্দ ।
নিঝুম দ্বীপ । হঠাৎই বেখেয়ালি বর্ষার
শরীর ছাপ ।
ঘুমিয়ে থাকা প্রেমিকার স্বপ্নরা
ভেসে বেড়ায় সেই অগণিত বিন্দুদের মধ্যে
নগ্ন ইচ্ছেরা বারবার ফিরে আসতে চায়
ভেজা পাতাদের গায়ে ।
একটা ছোঁয়াচে রোগের
অস্তিত্ব ফুটে উঠেছে প্রতিদিন
মেঘলা আকাশের বুকে ।
ব্যক্তিগত স্কেলের মাপগুলো আজ
বড্ড অসাবধানী হয়ে পড়েছে ।
সমুদ্রে ডুবে যাওয়া প্রতিটি রাতের
ঘুমকে যদি আবার ফিরিয়ে আনা যায়
তাহলে হয়তো ঘুমের মধ্যেই
টিপবাক্সে বন্দি পাথুরে সময়কে খুঁজে পাওয়া যেত ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন