নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অভিজিৎ পাল



                    Related image


মৃত্যুকে জীবন বলে জানবে


১.
যদি কেউ তোমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলে মৃত্যুর জন্য এক পা বাড়ালে! তুমি তাকে ধন্যবাদ দিও। জীবনের ক্ষেত্রে ঐ সত্যটুকুই বাস্তব। যারা প্রতিদিন মরে তাদের জন্মদিনের কোনো সার্থকতা নেই...

২.
মৃত্যুর আগে চিনে নাও তোমার এই মৃত্যু কার কার কাঙ্ক্ষিত ছিল। সেই সব মুখোশের আড়ালে থাকা শুভানুধ্যায়ীদের জন্য প্রতি বছর বছর পূর্তি উৎসব বজায় রেখে চলো...

৩.
শুনে রেখো মৃত্যুর মতো সাম্যবাদী কেউ নেই। বস্তুবাদ, দ্বান্দ্বিক বস্তুবাদ, ভাববাদ বা উগ্রবাদ সবকিছু ওর কাছে সাম্যবাদী।

৪.
বাঁচো। বাঁচতে শেখো। যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকার পাঠ নিয়ে যাও। আত্মমৃত্যুর মুখ দেখাদেখি করে হাসতে হাসতেও গমন সম্ভব।

৫.
এসো ঋদ্ধ হও। তোমার মৃত্যুকে যেন ওরা মহাসমাধি হিসেবে চিনতে পারে। এতটাই সমৃদ্ধ হও যেন তোমার প্রয়াণ শব্দের আগে মহৎ বিশেষণটির ব্যবহার করা যায়!

কোন মন্তব্য নেই: