নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বনানী চক্রবর্ত্তী এর এক গুচ্ছ কবিতা







হেমন্ত 




চলে এল
আবার হেমন্ত
সবুজে ভরানো
আদরে মোড়ানো
যতনে সাজানো
অদ্ভুত সৌন্দর্য
ঝড়ে যাবে
একে একে
মাটির পরেতে
সব ফাঁকা
হয়ে যাবে
তারপর বিরাট
এক শূণ্যস্থান
আবার সব
পূরণ হবে
নব আনন্দের
এক বসন্তে।।
           



দুর্বলতা 



আমার সমস্ত দুর্বলতা
তোমার হাতের পাঁচআঙুলে
ধীরে ধীরে প্রেরিত,

আমার বুকের ভীরুতা
তোমার নয়নের সততায়
আরও নীরবে গ্রথিত।।
             


ছাই





পুড়ে গেছি আমি
পুড়িয়েছি তোমার হাসি
ছাই মাখা ঠোঁটে
তোমার অপেক্ষায় ভোর খুঁজি।।
             

কোন মন্তব্য নেই: