নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

~~***চাঁদ***~~

       ~~***চাঁদ***~~

  উদয়শঙ্কর (প্রথম 4লাইন )এবং সুস্মিতা কর্মকার

রাতের আকাশে তারাদের ভিড় ,

চাঁদ থাকে এককোণে
বুকের মাঝে সেই কষ্ট নিয়ে সে যে  ,
বসে আছে আনমনে |
সময় ফুরিয়ে গেলে
তারা ও যে খসে পড়ে অন্ধকার এই আকাশের বলো চাঁদ হতে ক' জন পারে|
নিবু নিবু জ্বল জ্বলে মিট মিট তারার দলে ,
হেলেদুলে চারপাশেতে
অভিমানির রংবেশে ,
আনন্দ জ্যোৎস্নায় ভেসে  পুলকিত উল্লাসে , সুরভিত  রোশনায় দিগন্তে উচ্ছাসে |
মেতে উঠে আঁধারেতে আলোকের বৰ্ষতে ,
কটিধারা বেদনার  আলোকের ক্ষণিকাতে ,
চাঁদ হেসে উদ্ভাসেতে  বেদনার ওই ছাপসে , কলঙ্কের বৰ্ণিমাকে গরিমার উল্লাসে , ভুবন   আলো মাখিয়ে আকাশে একপাশে |রাতের আঁধার ঘুঁচিয়ে বলো চাঁদ হতে কজন পারে?

~~***রূ-প-ম***~~

    ~~***রূ-প-ম***~~
         পিয়ালী সাহা
সে বারের সেই  পুজোতে  আর ঠাকুর  দেখা  হয়নি,
দুটো চোখ  এসে আড়াল  করলো সব আড়ম্বর ......
বড্ড  হিংসুটে যে , একার রাজত্বে  একাই রাজা .....
তারপর ভাঙ্গলো রাজ-রাজত্ব
ভাঙ্গন  আঁকড়ে
ভাঙ্গাচোরা  হাড়  চামড়া কুড়িয়ে উঠে দাঁড়ালাম
দেখি, যাঃ মেরুদণ্ডটাই তো  জোড়া  হয়নি
থাক ! বাকি রাস্তা  না হয় কারো সাহায্যে.......
এখন দুটো ছোট্ট শক্ত হাত
ধরে থাকে
দেখি  ঠাকুর
কিন্তু মুখ ?
আরো ...আরো অনেক গভীরে  কাঠ খড়ের হাহাকার ....
সে  হয়তো  আজও  দেখে
মুখ।রূপ।তুলির টান
রূপম  দেহি ! রূপম  দেহি ! রূপম  দেহি !.......মা ।

~~~****দক্ষ হওয়ার পথে****~~

   ~~~****দক্ষ হওয়ার পথে****~~

         
     আফজল আলি

আমি হৃদয় নিয়ে কিছু বলতে চাইছি 
তোমরা সরে যেও না
আমাদের আবেগ মূল্যবান ছিল 
এবং দক্ষ হওয়ার পথে শক্তিশালী ।

এইভাবে বেঁচে থেকে লাভ নেই চামড়া গুটিয়ে  নিয়ে
আর দূরের যা দেখা যায় না , তা না দেখে।

ছায়াকে দীর্ঘ করে আজো তুমি খানিকটা শব্দের কাঙাল 
        দরজা ভিক্ষা করো ।

অনেক পাখির গল্প দিয়ে বৃষ্টি নামলে
একার পক্ষে আর মন ভরানো সম্ভব নয়
তাই ক্রমশ ভাবনার পক্ষে যুক্তি সাজিয়েছো।

আমাদের ব্যাগে হদিশ  ছিল না শরমের,
বেঁকে  যাওয়ার থেকে আজ কী কী শিখলে
যে , ঘুম পরবর্তী  স্বপ্নগুলো আমাদের অধীনে নেই ।।

  দাগ 

             দাগ  
         

            ©মনিকান্ত সর



কালো রাস্তায় কালশিটের দাগ, গভীর ক্ষত,
কিছুটা সরলরেখায়, আর বাকিটা অবিন্যস্ত ।
দগদগে ঘা শুকোয়নি এখনও, শিরার ভাঁজে,
রঙিন রক্ত, খেলছে হোলি, বাহারী সাজে।
আঙুলের ফাঁক হঠাৎ খোঁজে, পেরিয়ে যাওয়া সময়,
ক্লান্ত পথিক, শূণ্য আকাশ, একটু আশ্রয় ।
দেওয়াল ঘড়িটা সময় খোঁজে, দিনে দুপুরে,
টলমলে পা, মাথাটা নীচু, মনুষ্যত্বের ভারে।
চুঁইয়ে পড়ছে রাস্তার আলো, রঙিন জামায়,
বেখেয়াল মনে হাতের ছাপ, তবুও কাঁদায়।
চোখের কোণে মেঘ এসে, বলছে ভাগ,
প্রতিচ্ছবি জলে, দৃষ্টি ধাঁধায়, শুধু কয়েকটা "দাগ" ।।

~~***দু দন্ড জিরিয়ে  নিও***~~

      ~~***দু দন্ড জিরিয়ে  নিও***~~
          

        আফজল আলি



ধার্মিক যার ডাকনাম  তাকে নির্মোহ পড়াও তুমি।

কষ্টগুলো অনুভব করলে বুঝতে পারি
আমার হাত এখনো ডানদিকে আছে।

কাগজের  ঠোঙায় পরিশ্রম নাকচ হওয়ার পর বুঝলাম কথাগুলোর সেভাবে কোনো অর্থ নাই
এদিকে তুমি ডাকছ - এগিয়ে যাও এগিয়ে যাও।

কল্পনায় দু চামচ চিনি ঢেলে চায়ের কাপ যেন অতীষ্ঠ হয়ে উঠছে।
ঈশ্বরের দিব্যি  , এইমাত্র ফাল্গুন মাস সম্পর্কে আমার মোহভঙ্গ হল।
যখন কাল রাতে আলো অফ করে চাদর গুটিয়ে নিয়েছিলাম,
যেন মনের কোণে আর একটি মন বর্তমান ।

তোমরা তো জানো মানুষের নেশাগুলো ত্রিভুজ নির্মাণ করে , অতিক্রম করবে বলে।

জানি না জানি না , কোথায় হারিয়ে গেলে
আজ শরীর খারাপ  , কাল দু দন্ড জিরিয়ে নিও মনখারাপের কোলে।

~~***পারমুটেশন - কম্বিনেশন***~~

        ~~***পারমুটেশন - কম্বিনেশন***~~
      
             রাহুল গাঙ্গুলী
১কমাত্র ইথার যৌনতা_____=
গাঢ় নিকোটিন
এইভাবে শেষ : মেঝে ও মাটির মতো।মাঝামাঝি
কবরে ভুল।ভুলের কবর
দিব্যি বলছি : থকথকে ঋ-ফুল।অসমান চাঁদ
দুপুরে গুমরোচ্ছে মেঘ।মেঘের আলপথ
আলপিনে জংধরা প্রেম : কথা রাখার কথা নয়
শেষ হোক এইভাবে : চিঠি ভর্তি ঘাম
গাঢ় নিকোটিন : পুতুলের অভিশপ্ত চুল
২য় সামান্তরিক______=
রাস্তায় ভীড় বাড়ছে।অপেক্ষা দুপুর : ১২-৫৭
ত্রিভুজ খুলে দেখি : কেবলই মুখোশ
মুখোশের চোখ থাকে।প্রবল আয়নাও
অসমাপ্ত মানচিত্র হোক।যতদূর দেখি
কিছুটা দূরবীন।কিছুটা নয় : শ্যাওলাও চাপা
মৃত নিকোটিন।হয়তো কেউ মৃত
বরফের স্বপ্ন গলে : সময়ের ছুরিঘাত
কয়েকটুকরো বালি।ভেজা আকরিক : ভীড় বাড়ে