বদল
যখন তোমার জাহাজ খেলায় নোঙর ফেলা
আমার তখন দুর্গা শুধু মাটির ঢেলা
কখন যেন বদলে গেল নোঙর ,মাটি
তোমায় দেখে দুর্গতিতে দরজা আঁটি...
আমার তখন দুর্গা শুধু মাটির ঢেলা
কখন যেন বদলে গেল নোঙর ,মাটি
তোমায় দেখে দুর্গতিতে দরজা আঁটি...
পালটে গেল তোমার আমার দুষ্টুমিও
তাই বলে কি পালটে যাবে সেই তুমিও ?
তাই বলে কি পালটে যাবে সেই তুমিও ?
আমার হাতে তাই রেখেছি রঙ আর তুলি
মাটির ছাঁদে মনের ঘরেই কুমোরটুলি।
রঙ লাগানো চলতে থাকে ইচ্ছেমতো
মাটির ঢেলা এদিক ওদিক ইতস্তত....
মাটির ছাঁদে মনের ঘরেই কুমোরটুলি।
রঙ লাগানো চলতে থাকে ইচ্ছেমতো
মাটির ঢেলা এদিক ওদিক ইতস্তত....
গড়তে গিয়ে সমস্যাতে , তাও জানো কি !
ধরতে পারা সহজ হবে পালটানো কি?
ধরতে পারা সহজ হবে পালটানো কি?
তোমার এখন সাগর পারে নোঙর বাঁধা
আমার মাটির খাসমহলেই গোলকধাঁধা ।
আকাশ কখন নীলচে থেকে হলদেটে যে
বৃষ্টি ছাড়াও চোখের পাতা কখন ভেজে
আমার মাটির খাসমহলেই গোলকধাঁধা ।
আকাশ কখন নীলচে থেকে হলদেটে যে
বৃষ্টি ছাড়াও চোখের পাতা কখন ভেজে
পালটে গেল আকাশ বাতাস আর ভূমিও
তাই বলে কি পালটে যাবে সেই তুমিও ?
তাই বলে কি পালটে যাবে সেই তুমিও ?
আলোক
পলকে আমার চলমান কিছু বেহিসেবি চেনা ছক
মৃত বিস্মৃত ভাঙাচোরা এক প্রাসাদের চিলছাদে
তোরঙ্গে তুলে রাখেনি কখনো মুঠোতে কপর্দক
তবু ঘুণধরা দেয়ালও হয়নি মুখরিত প্রতিবাদে।
মৃত বিস্মৃত ভাঙাচোরা এক প্রাসাদের চিলছাদে
তোরঙ্গে তুলে রাখেনি কখনো মুঠোতে কপর্দক
তবু ঘুণধরা দেয়ালও হয়নি মুখরিত প্রতিবাদে।
সেখানে আনাচেকানাচে লুকোনো আলো ঠিকরোনো দিন
পারাণির কড়ি ভেবে সুগভীরে রেখেছি যদি তা জোটে
অঞ্জলি পেতে ততটুকু রাখি যতটুকু সমীচীন
অবেলায় তবু বলেছ , এটুকু রেখেছিলে কেন মোটে !
পারাণির কড়ি ভেবে সুগভীরে রেখেছি যদি তা জোটে
অঞ্জলি পেতে ততটুকু রাখি যতটুকু সমীচীন
অবেলায় তবু বলেছ , এটুকু রেখেছিলে কেন মোটে !
বলিনি ,বলিনা ,ফাঁকে ফাঁকে আমি দেখেছি উপ্ত বীজ
না থাকে না থাক খাঁজে খাঁজে আলো,সে আলোক মনসিজ।
না থাকে না থাক খাঁজে খাঁজে আলো,সে আলোক মনসিজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন