নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

হৃদয় থাকলে : সুমিত মোদক




কোনো কথার ভিতর দিয়ে হাঁটা শুরু করলে সকল কথা কে ঠিক ভাবে চেনা যায় । সূর্যের দিকে মুখ করে আছে ভালবাসা । ষোড়শী । হৃদয় তা-ধিন-তা-ধিন করে নেচে ওঠে । আর যাযাবর পাখি উড়তে থাকে । অনেকে সমাধির ভিতর ঢুকে পড়েছে । অনেকে আবার সমসাধী ভিজিয়ে দিচ্ছে চোখের জলে । কথার ভিতর দিয়ে হাঁটা যায় হৃদয় থাকলে  ।।

গোলাপি বিকেল : শিবানী বাগচি


তুমি আবহমান শব্দে
বুরবুরি ওঠা ঝরে পড়া প্রেম;
চাঁদের জোছনা মেখে
ফাগুনে রোদ্দুরে হও ছাড়খার

গোলাপী বিকেলে গোপন কথার
ঢেউয়ে আবেগে দোল খাও -
অসময়ের আদুরে উচ্ছলতায়!

নীল কামনা মেখে নেমে আসো
হিমবাহ থেকে থরের উষ্ণতায়!

করোনা : শ্যামল কুমার রায়



করোনা এবার দিচ্ছে ডাক
মানব সভ্যতা নিপাত যাক।
সচেতনতা ভাই উঠছে গড়ে
করোনা তাই যাচ্ছে সড়ে।
সভ্যতার আজ চরম সংকট
স্বার্থপরতা হচ্ছে প্রকট।
ছুটছি সবাই নিজের তরে
রসদ মজুত নিজের ঘরে।
আতঙ্ক আজ বড়ো পুঁজি
কালো বাজারির সুযোগ খুঁজি।
আর্ত অসহায় রইলো পরে
দিন মজুরিতে পেটটা ভরে
মৃত্যু মিছিল খবর করি
আরোগ্য সব আড়াল করি।
প্রভু তুমি দাওগো মেরে
মনুষ্যত্বহীনতা চিরতরে।
----------------------------

পল্লব সিনহা




চোখ যায় যতদূর; কেবলই পড়ে থাকা হাড়।
'ইহা ভালোবাসার ধ্বংসস্তুপ' বলেছো তুমি।
মৃত পর্যটকের পাহাড়।

নেমেছে গৃহযুদ্ধ।

আমরা সেই পাহাড় ফেলে, এগিয়েছি ঈশ্বর।
এখানে রক্তের ঘ্রাণ, উড়িয়েছে বন্দুক।
ভুলিনি তাকে;

সে ঘ্রাণে মেখে সাদা ভাত, খাওয়ানো প্রিয় বন্ধু!

এখানেই শেষ প্রেম। শরীরও বন্ধ্যা।
জেনেছি হে জীবন; মৃত্যু অলকানন্দা!

বিরহের উদ্যান; সাজিয়েছে যখ।

আমরা-

পরিচয়হীন। শায়িত। দুই মৃত পর্যটক!

সারাফাত হোসেন






একা



বৃষ্টি এলো,
পাখি ফিরে গেলো বাসায়।

মেয়েটা ভিজছে
একা
দূরে অনেক দূরে আর একজন
সেও ভিজছে
তবে তার সাথে নতুন মানুষ,
নতুন বসন্তের মত ওদের প্রেম।

বৃষ্টিতে নাকি ভালোবাসা বাড়ে,
হয়ত বাড়ে
কিন্তু বৃষ্টি যত প্রখর হয় মেয়েটা তত একা একা হয়ে যায়।

এমনটা তো পারত ছেলেটার নতুন প্রেমিকা সে-ই হতো,
সে ভিজত ছেলেটার সাথে যেমন আগের বর্ষায় ভিজেছিল তারা দুজন।

শব্দ জব্দ (৪) : আজকের শব্দ "প্রেম"





প্রেম: /বিশেষ্য পদ/ প্রীতি স্নেহ অনুরাগ ভালবাসা ও ভক্তি মিশ্রিত ভাববিশেষ।

 প্রেম বা ভালোবাসা ,হম্ম পৃথিবীর যা কিছু সৃষ্টি ,যা কিছু উৎপত্তি সবটুকুই এই প্রেম বা ভালোবাসা না থাকলে হতো না বা হবেও না ।



"প্রেম "
নিয়ে যারা লিখলেন


"আখের রস গুড়ের পাকে
প্রেমও তেমন মনের ফাঁকে।
ভালোবাসা আর দেহত্ববোধ
মিলেমিশে একাত্ম হোক।"

      - সুনন্দ মন্ডল

"আকাশলীনার কানের দুলে
শিশির জমাক কাব্য,
বুকের মাঝে নিবিড়ভাবে
প্রেমনদী হোক নাব্য…"

         - সৌমেন দাস

"চশমার কাছে ধার নেওয়া দৃষ্টি,
ব্যবধানে আটকে থাকা ফ্রেম
নন্দন থেকে ভিক্টোরিয়ায় আটকে আছে প্রেম"

        -  অরূপ সরকার



"দুর্বলতার দুর্বার মত প্রেম এক চির সবুজ
হৃদয় মাটির অনুভূমিক বুকে বিরাজ
প্রেম এক কাঁথা সেলাইয়ের সুচ
নক্সায় ইতিহাস বাঁধে জীবন অধ্যায়ের সুইচ...."
 
          -  হরেকৃষ্ণ দে



       "         ঘুম ঝির ঝির চোখের পাতা স্বপ্ন মাখানো মন,  আলসে আলসে ভোর আদুরে ঠোঁটে চুমু এঁকে দেয়
 মন বলছে আর একটু ঘুমোই কাজ যা আছে যাক না চুলোয়
 মন আজ হয়ে যাক ঘুমকাতুরে এক প্রেমিক।  "

      - বর্ণা দত্ত


"
গুনীজন কন, প্রেম লুকিয়ে
রাখতে পারাও শিল্প, নিগূঢ় প্রেমে।
তুমি কি পেরেছো সখী
রাখতে সমেত প্রেম বন্দি একফ্রেমে।"

      -   জিয়াউর রহমান


"প্রেম: জানি সবটুকু গেম,ফুরিয়ে গেলে মায়া তার,
ভালোবাসা: নিজের মৃত্যুতেই ,বেঁচে থাকা জন্মান্তরে বারবার।।"

          - জ্যোতির্ময়