নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পল্লব সিনহা




চোখ যায় যতদূর; কেবলই পড়ে থাকা হাড়।
'ইহা ভালোবাসার ধ্বংসস্তুপ' বলেছো তুমি।
মৃত পর্যটকের পাহাড়।

নেমেছে গৃহযুদ্ধ।

আমরা সেই পাহাড় ফেলে, এগিয়েছি ঈশ্বর।
এখানে রক্তের ঘ্রাণ, উড়িয়েছে বন্দুক।
ভুলিনি তাকে;

সে ঘ্রাণে মেখে সাদা ভাত, খাওয়ানো প্রিয় বন্ধু!

এখানেই শেষ প্রেম। শরীরও বন্ধ্যা।
জেনেছি হে জীবন; মৃত্যু অলকানন্দা!

বিরহের উদ্যান; সাজিয়েছে যখ।

আমরা-

পরিচয়হীন। শায়িত। দুই মৃত পর্যটক!

সারাফাত হোসেন






একা



বৃষ্টি এলো,
পাখি ফিরে গেলো বাসায়।

মেয়েটা ভিজছে
একা
দূরে অনেক দূরে আর একজন
সেও ভিজছে
তবে তার সাথে নতুন মানুষ,
নতুন বসন্তের মত ওদের প্রেম।

বৃষ্টিতে নাকি ভালোবাসা বাড়ে,
হয়ত বাড়ে
কিন্তু বৃষ্টি যত প্রখর হয় মেয়েটা তত একা একা হয়ে যায়।

এমনটা তো পারত ছেলেটার নতুন প্রেমিকা সে-ই হতো,
সে ভিজত ছেলেটার সাথে যেমন আগের বর্ষায় ভিজেছিল তারা দুজন।

শব্দ জব্দ (৪) : আজকের শব্দ "প্রেম"





প্রেম: /বিশেষ্য পদ/ প্রীতি স্নেহ অনুরাগ ভালবাসা ও ভক্তি মিশ্রিত ভাববিশেষ।

 প্রেম বা ভালোবাসা ,হম্ম পৃথিবীর যা কিছু সৃষ্টি ,যা কিছু উৎপত্তি সবটুকুই এই প্রেম বা ভালোবাসা না থাকলে হতো না বা হবেও না ।



"প্রেম "
নিয়ে যারা লিখলেন


"আখের রস গুড়ের পাকে
প্রেমও তেমন মনের ফাঁকে।
ভালোবাসা আর দেহত্ববোধ
মিলেমিশে একাত্ম হোক।"

      - সুনন্দ মন্ডল

"আকাশলীনার কানের দুলে
শিশির জমাক কাব্য,
বুকের মাঝে নিবিড়ভাবে
প্রেমনদী হোক নাব্য…"

         - সৌমেন দাস

"চশমার কাছে ধার নেওয়া দৃষ্টি,
ব্যবধানে আটকে থাকা ফ্রেম
নন্দন থেকে ভিক্টোরিয়ায় আটকে আছে প্রেম"

        -  অরূপ সরকার



"দুর্বলতার দুর্বার মত প্রেম এক চির সবুজ
হৃদয় মাটির অনুভূমিক বুকে বিরাজ
প্রেম এক কাঁথা সেলাইয়ের সুচ
নক্সায় ইতিহাস বাঁধে জীবন অধ্যায়ের সুইচ...."
 
          -  হরেকৃষ্ণ দে



       "         ঘুম ঝির ঝির চোখের পাতা স্বপ্ন মাখানো মন,  আলসে আলসে ভোর আদুরে ঠোঁটে চুমু এঁকে দেয়
 মন বলছে আর একটু ঘুমোই কাজ যা আছে যাক না চুলোয়
 মন আজ হয়ে যাক ঘুমকাতুরে এক প্রেমিক।  "

      - বর্ণা দত্ত


"
গুনীজন কন, প্রেম লুকিয়ে
রাখতে পারাও শিল্প, নিগূঢ় প্রেমে।
তুমি কি পেরেছো সখী
রাখতে সমেত প্রেম বন্দি একফ্রেমে।"

      -   জিয়াউর রহমান


"প্রেম: জানি সবটুকু গেম,ফুরিয়ে গেলে মায়া তার,
ভালোবাসা: নিজের মৃত্যুতেই ,বেঁচে থাকা জন্মান্তরে বারবার।।"

          - জ্যোতির্ময় 

সৌমিক মৈত্র






১।।

যতক্ষন না ফুরিয়ে যায়, ততক্ষন অবদি সবকিছু রঙীন;
চোখ আলোর কাছে ঋণী আর অন্ধকার মোমবাতির কাছে।

২||

ভেঙে গেলে তা বিচ্ছিন্ন, মচকে গেলেও তা আটকে থাকে শুকিয়ে যাওয়ার আগে অবদি।।

৩||

জল জীবনের জল ধ্বংসের, পরিস্থিতি বেছে নেয় মরা বাঁচা।

৪||

মৃত্যুর পর মানুষ রূপে কুৎসিত হয়, আর গুনে সুখ্যাত।।

৫||

বিছানার সাথে নিঃশ্বাস ভাগ করতে শিখলে তবেই একসাথে বাঁচা যায়।।

শব্দ জব্দ (৩) : আজকের শব্দ " অক্ষর"






অক্ষর : অক্ষর বলতে আমরা বুঝি বর্ণমালা প্রতিটি বর্ণকে । 

অভিধান অনুযায়ী 

অক্ষর বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। ☐ বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃ .জীবী (বিন্), ̃ জীবক, ̃ জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃ বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃ বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃ মালা বি. বর্ণমালা, alphabetঅক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু।

এবার একটু অক্ষর নিয়ে ভাবা যাক :

এই যে আমরা রোজ লিখছি বা পড়ছি সেটা যেকোনো ভাষায়ই হোক না কেন প্রতিটি ভাষার একটা অক্ষর আছে ,আমরা বাংলা অক্ষর ও ইংরেজি অক্ষর জানি বুঝি লিখতে পারি ,কিন্ত চাইনিজ বা জাপানিজ অক্ষর বুঝতে পারি না পড়তেও পারি না ,তেমনি হায়ারোগ্লিফিকের বর্ণ বা অক্ষর গুলো আজও রিসার্চ করার বিষয় ,এই অক্ষর গুলো আসলে এক একটা ছবি যেমন "অ" এটাও একটা ছবি আমরা এটাকে "অ" উচ্চারণ করছি কিন্তুক যারা বাংলা জানে না পড়তে পারে না তাদের কাছে এটা একটা ছবি মাত্র ।
তাই বলা যায় কে অক্ষর আসলে ক্ষরণহীন ,একটি ছবি যার দ্বারা আমরা অনুভূতি ,ভাব প্রকাশকে একটা লিখিত রূপ দিতে পারি ।


অক্ষর শব্দ নিয়ে আজ যারা লিখলেন



"মানুষের চোখের সামনে ক্রমশ হারিয়ে যাচ্ছে অক্ষর!
'অ' টাই বেঁচে আছে মানুষেরই আগে, বাকি সব ক্ষর।"

              -   সুনন্দ মন্ডল




"অক্ষরের ঠোকাঠুকি তে জন্ম নিলেও নিতে পারে কাব্য

ভাবনার পোষাকে মিশে থাকে প্রবাদও ।।"

               - অরূপ সরকার



"কথা ভুলে যাওয়া শ্রমিকের ফ্যাকাসে শব্দ ঠোঁটে-
বপন করলে অক্ষর-বীজ একদিন গল্প গাছ হয়ে ওঠে।"

           - মেঘনা রায়

"অক্ষর : পরিচিত দেওয়াল লিপি ,
             যতটুকু এই আমি,মৃত্যর আগে রোজ শিখি।"

                - জ্যোতির্ময়

"অক্ষর সবসময় বুলি নয়
কখনো তা প্যারামিটারও হয়।
ঘটেছে কত ঘটনা অপ্রীতিকর
কথা শুনেনি বলে অক্ষরে অক্ষর।"

    -  জিয়াউর রহমান

উজান উপাধ্যায়







নিষিক্ত




স্নান করতে গেছি ভেবে ডুবে গেছি নিষিক্ত ডিম্বাণুর চোখে।

দাঁত খুলে দাঁড়িয়ে গেছি নর্দমায়, শেকড় উপড়ে ছয়ফুট উচ্চতার গাছ চুলে কলপ দিচ্ছে।

তুমি জানতে, আমি স্নানে। শহরের সব জল আমার শরীরে-

এইভাবে শুকিয়ে যাচ্ছি রোজ। আমাকে ভেঙেচুরে শহরের গাধাদের ঘর সংসার।

তোমার কোলেপিঠে চড়ে এইভাবে সন্দেহজনক হয়ে বেড়ে উঠছি। চাঁদ পর্যন্ত আমার পচাগলা হাত।