নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

✍️সম্পাদকীয় কলমে ...




প্রত্যেক মানুষের নিজস্ব একটা ভাষা থাকে,আর সেই ভাষাতেই সে তার মনের ভাব প্রকাশ করে।আর সেই ভাষাকে আমরা মাতৃভাষা বলি।মায়ের কাছ থেকে প্রথমে শিখি এই ভাষা।আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা।আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের মাতৃভাষা পৃথিবীর সকল ভাষার সেরা ভাষা।আমরা অন্য ভাষাকে ও সম্মান করি।এই বাংলা ভাষা কে দাবানলে চাপানোর জন্য পাকিস্তানী সরকার বিভিন্ন ভাবে নানা সময় করেছে ষড়যন্ত্র। কিন্তু বাঙ্গালীরা হার মানেনি। বরং সারাবিশ্বে আজ ২১শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তজাতিক মাতৃভাষা দিবস।যারা আজকের দিনে ১৯৫২ সালে শহীদ হয়েছিলেন তাদের মধ্যে সালাম,বরকত,রফিক,জব্বার ও আরো নাম না জানা অনেকে।আমরা আজ নিকোটিনের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলী।আমরা গর্বিত আমরা বাঙ্গালী।প্রিয় নেতা শেখ মজিবর রহমান,সুবাস বসু,সুকুমার সহ অনেক নেতা বাঙ্গালীদের
কল্যাণের তরে নিজেদের জীবন কে করেছিলেন উৎসর্গ। আমরা কখনো এই ঋন শোধ করতে পারবো না।ভাষার মাসে ভাষা শহীদদের উৎসর্গে নিকোটিনের এবারের আয়োজন।

তাছাড়া যারা লেখা দিয়ে আমাদের পাশে রয়েছেন সে সব লেখক-লেখিকা এবং কবিদের প্রতি রইলো অজস্র অজস্র শুকরিয়া এবং অফুরন্ত ভালোবাসা।আপনাদের এই কষ্টের মূল্য নিকোটিন পরিবার কখনো শোধ করতে পারবেনা।তবুও বুক বেধেঁ আশা রাখি আপনাদের কে সব সময় আমাদের পাশে পাবো।

             নিকোটিন পরিবারের পক্ষ থেকে

             শেখ ইমদাদ উল্লাহ নিলয়


ধন্যবাদান্তে ,

নিকোটিন ও নিকোটিন পরিবার



বৈশাখী চ্যাটার্জী



একুশের ধুলোয় দাঁড়িয়ে
*******************



একুশের ধুলো আজও ওড়ে
সেই ধুলোয় আজও ভাসে রক্তের গন্ধ ।
আজও বাতাস শুনতে পায় সেই ধুলো চিৎকার করে বলছে ---
আমার ভাষা আমার চাই ।

সেদিনের সেই রক্তাক্ত একুশের ধুলোয় দাঁড়িয়ে অামি কথা বলছি এক প্রতক্ষ্যদর্শী ।
আজও প্রতিটা একুশ আমাকে সেখানে নিয়ে যায় -যেখানে আমার মায়ের ভাষা দাঁড়িয়েছিল বুলেটের সামনে।

অামি এক প্রতক্ষ্যদর্শী অামি দেখছি আমার ভাই সাকিল -বরকত -শকিউব -সালাম ধুলোতে গড়াগড়ি করছে ,
শেষ রক্তবিন্দু আর শেষ নিঃশ্বাসের মাঝেও ওরা চিৎকার করে বলছে --
আমার ভাষা আমার চাই ।

অামি সেই ধুলোর মধ্যে দাঁড়িয়ে -
অামি দেখছি আমার ভাষার যন্ত্রণা।
অামি দেখছি আমার মাতৃভাষার কান্না ।
দেখছি এক নির্লজ্জ লজ্জা ।

মৃত্যুমিছিল এগিয়ে চলেছে --,
এগিয়ে চলেছে ধুলো ঝড় ।
প্রতিটা ধুলো বুক পেতে ঝাঁঝরা হচ্ছে বুলেটের সামনে ।

আজও বাতাসে সেই গন্ধ পাই ।
সেদিনের সেই রক্তাক্ত ধুলো থেকে বলছি
আমার ভাষা আমার চাই ।
আমার ভাষা আমার চাই ॥

                   
                      

জ্যোতির্ময় রায়






বাংলা আমার
***********






শহর সেজেছে রুপোলি চাঁদের আলোয় ।শোনো...
মুখের ভিতর জমছে কথা ।রবীন্দ্রনাথ কেউ গাইছে যেন ।।


আমিও প্রথম ডেকেছি "মা " যে ভাষাতে
তেত্রিশ কোটির মুখের বুলি সে ,আমার রোজের "না বলা কথা তে" ।।

রক্তেও আছে সে সুর ,পৃথিবীর শ্রেষ্ঠ মধুর ভাষা ,
বাংলা ও বাঙালি পরিচয় আমার ,সে'ই গর্ব সেটাই ভালোবাসা ।।

হাজার রাত্রি নামুক ,কিংবা ঝড় ।ইংলিশে ...
বলতে সবাই পারে ,বাংলা বলাটাও আর্ট।আছে রক্তে মিশে।।




কামরান চৌধুরী




একুশে চেতনা
************

 

একুশ মনে চেতনা আনে
ভাষার বোধ হৃদয় পানে,
রক্ষা করতে মায়ের ভাষা
শহিদ বেদিতে ছুটে আসা।

ফাগুন দিনে দীপ্ত শপথ
বর্ণ শব্দে মোহিত জগৎ।
অতীত সাথে মেল বন্ধন
অন্তর গৃহে ভাষা স্পন্দন।

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে
ভাষা মাধুর্য বাহিত সুরে।
গর্ব আমার বাংলা ভাষা
গড়েছি সেথা স্বপ্নের বাসা।

ভাষার জন্য দেশের জন্য
শহিদি মরণ ধন্য ধন্য।

একুশ মনে তারুণ্য আনে
শত্রুর মূলে আঘাত হানে,
দেশের মাটি কপালে ছুঁয়ে
মৃত্যু চুমি যে অহংকারে।

শেকল ছেঁড়া দুরন্ত তরী
নোঙর করে প্রভাতফেরি।

ভাষার তাজ শ্বাস প্রশ্বাস
শিমুল পলাশে নিত্য বাস।
একুশ মানে এগিয়ে চলা
সপ্ত সিন্ধুতে ভাসিয়ে ভেলা।।


কবির কাঞ্চন





একুশ এলে
********


বছর ঘুরে একুশ এলে 
সাহস জাগে মনে
অপার সুখে হয় মিতালি
বাংলা ভাষার সনে।

ভাই হারানোর গান গেয়ে যাই
ফেব্রুয়ারির দিনে
ছেলেহারা মা'র চোখের জলে
বাংলা ভাষা চিনে।

সালাম জব্বার রফিক আরো-
কতো অজানা ভাই
বুকের তাজা রক্ত ঢেলে
শহীদের সম্মান পায়।

একুশ দিলো প্রেরণা মনে
একুশ দিলো আশা
আমার ভাইরা জীবন দিয়ে
নিলো ভালোবাসা।

যতোদিন রবে এই বাংলা
বিশ্বজগৎ মাঝে
পরম শ্রদ্ধায় স্মরিব তাঁদের
সকালবিকাল সাঁঝে।

বিশ্বজিৎ ভৌমিক


"মহান ২১শে"
************



আবার আসিয়াছে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি---

বাঙালি জীবনে ২১শে ফিরে ফিরে আসে নবজীবনের ডাক নিয়ে।
২১শে ডাক দিয়ে যায় উদ্দীপনের, উজ্জীবনের।
২১শে আমাদের বাতিঘর মননের।
২১শে মহিমামণ্ডিত করিয়াছে বাঙালি জাতিকে,
১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে।
মিছিলে শ্লোগানে প্রকম্পিত হইয়াছিল সেদিন গোটা বাংলাদেশ।
রফিক, সফিক, সালাম, বরকত, জব্বারের বুকের রক্তে,
যে ইতিহাস রচনা হয়ে আছে,
উহাই বাঙালি জাতীকে---
মাথা নত না করিবার,
চিরকালীন প্রেরণা যুগিয়েছে।।